Views Bangladesh Logo
author image

আহসান এইচ মনসুর

  • থেকে

বাংলাদেশী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক।

ব্যাংকের ব্যবস্থাপনার ওপর আমানতকারীদের আস্থা থাকা জরুরি
ব্যাংকের ব্যবস্থাপনার ওপর আমানতকারীদের আস্থা থাকা জরুরি

ব্যাংকের ব্যবস্থাপনার ওপর আমানতকারীদের আস্থা থাকা জরুরি

দুর্বল ও সমস্যাযুক্ত ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আর সহায়তা দেওয়া হবে না। হঠাৎ করে ব্যাংক বন্ধ করে কিংবা ব্যাংকের জন্য টাকা ছাপিয়ে কোনো সমাধানের পথে যাওয়া যাবে না। এক হাজার টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা তাঁদের নেই। ফলে এটা নিয়ে যেন গুজব ছড়ানো না হয়। তবে দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভাঙার বিষয়টি তাঁদের বিবেচনায় রয়েছে।

অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক সংস্কারও জরুরি হয়ে পড়েছে
অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক সংস্কারও জরুরি হয়ে পড়েছে

অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক সংস্কারও জরুরি হয়ে পড়েছে

ব্যাংক খাতে এখন যে খারাপ অবস্থা, তার জন্য বাংলাদেশ ব্যাংকও অনেকাংশে দায়ী। এখন দেখার বিষয়, কেন তারা অনিয়মে সহায়তা করেছে। মনে রাখতে হবে, সামগ্রিকভাবে জাতিগত পতনের সঙ্গে ব্যাংক খাতের এই দুরবস্থা তৈরি হয়েছে। তাছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই আমাদের মূল চ্যালেঞ্জ। এটা কমে আসবে। তবে আজই কমবে, তা নয়; কীভাবে তা কমিয়ে আনা যায়, সে ব্যবস্থা নিতে হবে। রিজার্ভ বাড়ানো ও মূল্যস্ফীতি কমাতে কাজ করা হবে। অর্থ পাচার ঠেকাতে সরকারের সঙ্গে মিলে বাংলাদেশ ব্যাংক কাজ করবে।

ক্ষয়ক্ষতি কাটিয়ে বিনিয়োগবান্ধব অর্থনীতি পুনরুদ্ধার করুন
ক্ষয়ক্ষতি কাটিয়ে বিনিয়োগবান্ধব অর্থনীতি পুনরুদ্ধার করুন

ক্ষয়ক্ষতি কাটিয়ে বিনিয়োগবান্ধব অর্থনীতি পুনরুদ্ধার করুন

কোটা সংস্কারের আন্দোলনের লক্ষ্যে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। ১ জুলাই শিক্ষার্থীরা যখন কোটা সংস্কারের লক্ষ্যে আন্দোলন শুরু করে, তখন তা ছিল শান্তিপূর্ণ এবং অহিংস আন্দোলন; কিন্তু পরবর্তীতে আন্দোলন আর অহিংস থাকেনি। বিশেষ করে মধ্য জুলাইতে এসে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস রূপ ধারণ করে। এক পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন ভবন, মেট্রোরেল, সড়ক ভবনসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার হামলা চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় কারা হামলা চালিয়েছে, তা নিয়ে বিতর্ক রয়েছে। কারণ শিক্ষার্থীরা দাবি করেছেন, তারা কোনো রাষ্ট্রীয় স্থাপনায় হামলার সঙ্গে জড়িত নয়। তাই বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সাপ্তাহিক ছুটির সামঞ্জস্যহীনতা আন্তর্জাতিক বাণিজ্যে সমস্যা সৃষ্টি করছে
সাপ্তাহিক ছুটির সামঞ্জস্যহীনতা আন্তর্জাতিক বাণিজ্যে সমস্যা সৃষ্টি করছে

সাপ্তাহিক ছুটির সামঞ্জস্যহীনতা আন্তর্জাতিক বাণিজ্যে সমস্যা সৃষ্টি করছে

আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশকে নানা সমস্যা মোকাবিলা করতে হচ্ছে দীর্ঘদিন ধরেই। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিকূলে বিরাট ঘাটতি রয়েছে, এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে বাণিজ্য ঘাটতি থাকবেই। আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি ব্যয় এবং রপ্তানির আয়ের মধ্যে যে গ্যাপ সেটাই বাণিজ্য ঘাটতি। আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের প্রতিকূলে ঘাটতি থাকবেই। কারণ আমরা প্রতি বছর যে পরিমাণ পণ্য রপ্তানি করছি তার চেয়ে অনেক বেশি পরিমাণ পণ্য আমদানি করছি। ফলে স্বাভাবিকভাবেই বাণিজ্যিক ভারসাম্য আমাদের প্রতিকূলে চলে যাচ্ছে। বাংলাদেশের মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে। ফলে ভোগব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আর এই বর্ধিত ভোগব্যয় মেটানোর জন্য বাইরে থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করতে হচ্ছে। কিন্তু আমাদের পণ্য রপ্তানি সেভাবে বাড়ছে না। ফলে আমদানি ব্যয় এবং রপ্তানি আয়ের মধ্যে সৃষ্ট ব্যবধান ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

রিজার্ভ সংকট বিনিয়োগের ওপর প্রভাব ফেলেছে
রিজার্ভ সংকট বিনিয়োগের ওপর প্রভাব ফেলেছে

রিজার্ভ সংকট বিনিয়োগের ওপর প্রভাব ফেলেছে

বাংলাদেশ স্থানীয় এবং বিদেশি বিনিয়োগ আহরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানাভাবে চেষ্টা করছে; কিন্তু এ ক্ষেত্রে সাফল্যের হার খুব একটা বেশি নয়। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে ব্যক্তি খাতের বিনিয়োগের হার জিডিপির ২৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা অর্জিত হয়নি। ২০২২-২৩ অর্থবছরে ব্যক্তি খাতে বিনিয়োগের হার ছিল ২৩ দশমিক ৬৪ শতাংশ। চলতি অর্থবছরে জাতীয় বাজেটে ব্যক্তি খাতে বিনিয়োগের হার ২৭ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; কিন্তু দেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতিতে এক বছরের ব্যবধানে ব্যক্তি খাতে বিনিয়োগের হার ৩ দশমিক ৩৬ শতাংশ বাড়ানো সম্ভব হবে বলে মনে হয় না। জাতীয় নির্বাচন নিয়ে দেশে বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে।

রিজার্ভের স্ফীতি ধরে রাখা বাংলাদেশ ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ
রিজার্ভের স্ফীতি ধরে রাখা বাংলাদেশ ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ

রিজার্ভের স্ফীতি ধরে রাখা বাংলাদেশ ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সাম্প্রতিক সময়ে কমে যাচ্ছে। রিজার্ভ কমার নানা কারণ রয়েছে। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কয়েকটি উৎস আছে। এর মধ্যে পণ্য ও সেবা রপ্তানি, জনশক্তি রপ্তানি এবং বিদেশি সরাসরি বিনিয়োগ উল্লেখযোগ্য। এতদিন মূলত এই কয়েকটি উৎস থেকেই আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছিলাম। রেমিট্যান্স থেকে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তার প্রায় পুরোটাই জাতীয় অর্থনীতিতে মূল্য সংযোজন করে। কারণ এ খাতে কোনো বিদেশি কাঁচামাল এবং ক্যাপিটাল মেশিনারিজ আমদানি করতে হয় না। কিন্তু অনেক দিন ধরেই আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মসংস্থান উপলক্ষে বিদেশে যাচ্ছেন কিন্তু রেমিটেন্স সেভাবে আসছে না। গত দুই বছরে প্রায় ২৩ লাখ বাংলাদেশি কর্মসংস্থান উপলক্ষে বিদেশে গমন করেছেন। এর বিপরীতে ১০ লাখ লোক যদি দেশে ফিরেও আসে, তাহলেও তো ১৩ লাখ লোক বিদেশে গিয়েছেন। এই যে এত বিপুল সংখ্যক মানুষ বিদেশে গেলো তারা কি পরিমাণ রেমিট্যান্স প্রেরণ করলেন তা আমরা জানতে পারছি না।