ক্ষয়ক্ষতি কাটিয়ে বিনিয়োগবান্ধব অর্থনীতি পুনরুদ্ধার করুন
কোটা সংস্কারের আন্দোলনের লক্ষ্যে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। ১ জুলাই শিক্ষার্থীরা যখন কোটা সংস্কারের লক্ষ্যে আন্দোলন শুরু করে, তখন তা ছিল শান্তিপূর্ণ এবং অহিংস আন্দোলন; কিন্তু পরবর্তীতে আন্দোলন আর অহিংস থাকেনি। বিশেষ করে মধ্য জুলাইতে এসে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস রূপ ধারণ করে। এক পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন ভবন, মেট্রোরেল, সড়ক ভবনসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার হামলা চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় কারা হামলা চালিয়েছে, তা নিয়ে বিতর্ক রয়েছে। কারণ শিক্ষার্থীরা দাবি করেছেন, তারা কোনো রাষ্ট্রীয় স্থাপনায় হামলার সঙ্গে জড়িত নয়। তাই বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।