পর্যটক ও পানির অভাবে ভালো নেই পরিচ্ছন্ন গ্রাম মুনলাইপাড়াবাসী
বান্দরবানের রুমা উপজেলায় সাজানো-গোছানো পরিপাটি পাহাড়ি গ্রাম মুনলাইপাড়া। প্রতিটি মাচাং ঘরের আঙিনায় লাগানো জবাসহ হরেকরকম ফুলের গাছ সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আরও বহুগুণে। সাঙ্গু নদীর পাশ ঘেঁষে গড়ে তোলা পাড়াগ্রামটি দর্শনার্থীদের স্বাগত জানায় ইকো সিস্টেমের হোম স্টে ও পাহাড়ি রান্না, রোমাঞ্চকর ট্রেকিং, কায়াকিং, দেশের দীর্ঘতম জিপ লাইন ও বিভিন্ন ইভেন্ট দিয়ে।