বান্দরবানে ভয়ংকর রোমাঞ্চকর দেবতাখুমের পথে পথে রহস্যের হাতছানি
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের ভয়ংকর রোমাঞ্চকর পর্যটনকেন্দ্র দেবতাখুম। সুনসান নীরবতা, পাখির কলরব, সান বাঁধানো পাথরের সুউচ্চ পাহাড়ের মাঝখানে স্বচ্ছ জলধারা, খালের পানির স্রোতে পাথরে তৈরি হওয়া নানা নকশা আর খাঁজ দেবতাখুমের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আরও কয়েকগুণ।