বিএনপি কেন ডিসেম্বরেই নির্বাচন চায়?
গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পরে ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, বিএনপিও সেই সরকারের একটি গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার বা অংশীদার। কেননা যেসব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে এই সরকার গঠিত হয়েছে, বিএনপি তাদের অন্যতম। উপরন্তু আওয়ামী লীগের পতনের পরে বিএনপিকেই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা হয়; কিন্তু তা সত্ত্বেও জাতীয় নির্বাচনের রোডম্যাপ তথা ঠিক কবে নির্বাচন হবে- এ ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির খুব দ্রুতই দূরত্ব তৈরি হতে থাকে, যা গত বুধবার (১৬ এপ্রিল) অনেকটাই ‘আউটবার্স্ট’ করলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেয়া লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব আইন, বিধি-বিধান সংস্কারে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেসব পরিবর্তন জরুরি, তা সম্পন্ন করার মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব।