Views Bangladesh Logo
author image

আনিফ রুবেদ

  • কবি ও কথাশিল্পী

  • থেকে

কবি ও কথাশিল্পী
প্রত্যেকটি জীবকে এক ধরনের বিষাদের মধ্য দিয়ে যেতেই হয়
প্রত্যেকটি জীবকে এক ধরনের বিষাদের মধ্য দিয়ে যেতেই হয়

প্রত্যেকটি জীবকে এক ধরনের বিষাদের মধ্য দিয়ে যেতেই হয়

আনিফ রুবেদ, এ সময়ের অত্যন্ত মেধাবি একজন কবি, কথাসাহিত্যিক, ভাবুক ও ছোটগল্পকার। ব্যতিক্রমী লেখালেখির জন্য সমৃদ্ধ-পাঠকের দৃষ্টি-আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। পেয়েছেন জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার। রাজধানীর বাইরে থেকেও দাপটের সঙ্গে অধিকার করে নিতে পেরেছেন মূলসাহিত্যধারায়। ভিউজ বাংলাদেশের সঙ্গে কথা হলো তার সাহিত্যজীবন নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন কামরুল আহসান।