মেয়েদের আত্মরক্ষার কৌশল রপ্ত করতে হবে
উন্নত দেশেই হোক কিংবা অনুন্নত, মেয়েরা অনিরাপদ সবখানেই। ব্যাড টাচের শিকার হয়নি এমন মেয়ে সম্ভবত নেই। একদল মানুষরূপী পুরুষ হায়েনার মতো ঘুরে বেড়ায় এখানে-সেখানে, সুযোগের অপেক্ষায় থাকে। রাস্তায়, বাসে, কর্মক্ষেত্রে এমনকি নিজের বাড়িতেও সুরক্ষিত নয় নারী। পরিবারেই যৌন হয়রানির শিকার হয় অর্ধেক শিশু ও নারী। এই পৃথিবীতে নারী-পুরুষের চমৎকার রিলেশন থাকলেও আজ পর্যন্ত কোনো নারী নিজেকে সম্পূর্ণ নিরাপদ ভাবতে পারেনি। ভয়ের আবরণ নিয়েই নারীকে নিজের অবস্থান শক্ত করতে হয়।