Views Bangladesh Logo
author image

আনোয়ারা আজাদ

  • কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক

  • থেকে

আনোয়ারা আজাদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক
মেয়েদের আত্মরক্ষার কৌশল রপ্ত করতে হবে
মেয়েদের আত্মরক্ষার কৌশল রপ্ত করতে হবে

মেয়েদের আত্মরক্ষার কৌশল রপ্ত করতে হবে

উন্নত দেশেই হোক কিংবা অনুন্নত, মেয়েরা অনিরাপদ সবখানেই। ব্যাড টাচের শিকার হয়নি এমন মেয়ে সম্ভবত নেই। একদল মানুষরূপী পুরুষ হায়েনার মতো ঘুরে বেড়ায় এখানে-সেখানে, সুযোগের অপেক্ষায় থাকে। রাস্তায়, বাসে, কর্মক্ষেত্রে এমনকি নিজের বাড়িতেও সুরক্ষিত নয় নারী। পরিবারেই যৌন হয়রানির শিকার হয় অর্ধেক শিশু ও নারী। এই পৃথিবীতে নারী-পুরুষের চমৎকার রিলেশন থাকলেও আজ পর্যন্ত কোনো নারী নিজেকে সম্পূর্ণ নিরাপদ ভাবতে পারেনি। ভয়ের আবরণ নিয়েই নারীকে নিজের অবস্থান শক্ত করতে হয়।