Views Bangladesh Logo
author image

বিবেক দেবরয় এবং আদিত্য সিন্হা

  • বিবেক দেবরয় ভারতেরর প্রধানমন্ত্রীর বিশেষ দায়িত্বে নিয়োজিত, গবেষণা, অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবং আদিত্য সিন্হা উক্ত পরিষদের অফিসার

  • থেকে

বিবেক দেবরয় ভারতেরর প্রধানমন্ত্রীর বিশেষ দায়িত্বে নিয়োজিত, গবেষণা, অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবং আদিত্য সিন্হা উক্ত পরিষদের অফিসার
বৈশ্বিক সমৃদ্ধির প্রভাবক হিসেবে কাজ করবে আইএমইসি
বৈশ্বিক সমৃদ্ধির প্রভাবক হিসেবে কাজ করবে আইএমইসি

বৈশ্বিক সমৃদ্ধির প্রভাবক হিসেবে কাজ করবে আইএমইসি

অর্থনৈতিক করিডোরগুলোর অনেক ধরণের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর বাণিজ্য বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নায়ন। এর সঙ্গে তারা গ্রামীণ এলাকায় উন্নায়নে অবদান রাখতে পারে, আঞ্চলিক ভারসাম্য আনতে পারে। এই করিডোর যতগুলো পথ অতিক্রম করে যাবে তার আশেপাশে সবখানেই সামগ্রিকভাবে প্রভাব পড়বে, আর্থৎ সামাজিক অগ্রগতি বাড়াবে। এই ধরণের করিডোর প্রতিষ্ঠিত হলে পণ্য-প্রবাহের নতুন পথ সৃষ্টি হয়, যার ফলে অঞ্চলগুলোর মধ্যে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক নির্ভরতা বৃদ্ধি পায়।