আফ্রিকান ‘গদার’ হায়নার গল্প
আফ্রিকান সিনেমা সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে, তাহলে আপনি নিশ্চয়ই সেনেগাল চলচ্চিত্রকার এবং ঔপন্যাসিক ওসমানি সেম্বেনেকে চিনেন। তাকে বলা হয় আফ্রিকার সিনেমার জনক। সমসাময়িক আরও কজন চলচ্চিত্রকারকে আপনি চিনবেন- মালির সোলেইমান সিসে, নাইজেরিয়ার উমারু গান্ডা এবং মৌরিতানিয়ার মেড হোন্ডোকে। তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল। এতসব উজ্জ্বল নক্ষত্রের ভিড়ে সেনেগালের চলচ্চিত্র নির্মাতা ও কবি জিব্রিল ডিওপ মামবেটি স্পষ্টতেই আলাদা। তাকে বলা হয় ‘আফ্রিকার জাঁ-লুক গদার’। যদি তিনি নিজে কখনো গদারের সঙ্গে দেখা করেননি।