সরকারের কাজ কি শুধু জনতাকে শান্ত থাকার অনুরোধ জানানো!
হাসিনা সরকারের পতনের পর প্রতিশোধমূলক হামলার আশঙ্কা ছিল প্রবল। অনেকেই ভেবেছিলেন, ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক প্রতিশোধ অনিবার্য। ইতিহাসও সে কথাই বলে। অতীতে ক্ষমতা হস্তান্তরের সময় দেশে সহিংসতা, সম্পদ ধ্বংস ও প্রতিপক্ষের ওপর হামলার নজির কম নেই; কিন্তু ৫ আগস্ট হাসিনা সরকারের পতন এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি করে। রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে সরকারের বিদায় ঘটে, যার ফলে তৃণমূল পর্যায়ের সরকার-ঘনিষ্ঠ ব্যক্তিদের পালিয়ে যেতে হয়, আর যারা পারেনি, তাদের ভয়াবহ পরিস্থিতির শিকার হয়। তাদের ঘরবাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান আক্রান্ত হয়, এমনকি পুলিশ বাহিনীকেও তীব্র প্রতিরোধের সম্মুখীন হতে হয়, যার ফলে সেনাবাহিনীর ওপর আইনশৃঙ্খলা রক্ষার দায় বর্তায়।