নিরাপত্তাহীনতার বিভীষিকা ও নারী দিবস
নারী দিবস এবার নারীদের জন্য এক গভীর উদ্বেগ ও আতঙ্কের বার্তা নিয়ে এসেছে। ইতিহাসের পরিক্রমায় এদেশে নারীসমাজ কখনোই সম্পূর্ণ নিরাপদ ছিল না, তবে বর্তমান পরিস্থিতি অতীতের সব সীমা অতিক্রম করেছে। নারী নির্যাতন ও সহিংসতা নতুন মাত্রা লাভ করেছে, প্রশাসনের নির্লিপ্ততা ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে নারীরা এখন আগের চেয়েও বেশি অনিরাপদ বোধ করছেন।