কাজী নজরুল ইসলামের জীবনী ও সাহিত্য চীনা ভাষায় অনুবাদ করা হবে: দং ইউছেন
বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক দং ইউছেন বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্রসহ বাংলা সাহিত্যের মহারথিদের রচনা চীনা ভাষায় অনুবাদ করেছি, এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী রচনা এবং তার নির্বাচিত কবিতা চীনা অনুবাদ প্রকাশ করব।