স্মার্ট বাংলাদেশের জন্য নারীকে কতটা প্রস্তুত হতে হবে?
ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন চোখ থেকে মুছতে না মুছতেই এদেশের মানুষের চোখে ভর করেছে এক নতুন স্বপ্ন। স্মার্ট বাংলাদেশ। ভেঙে বললে, যা সাশ্রয়ী, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী, টেকসই আর বুদ্ধিদীপ্ত এক দেশের কথা বলে। অর্থাৎ দেশ সাজবে নতুন সাজে। কেবল সাজ-সজ্জায় নয়, চলনে বলনে সবকিছুতেই দেশ হবে অত্যুজ্জ্বল, ঝকঝকে ও দেদীপ্যমান। ২০৪১ সালে অর্থাৎ মাত্র ১৮ বছরের মাথায় বাংলাদেশ জায়গা করে নেবে উন্নত দেশের কাতারে।