সিলেটে ৭ মাস যাবত বন্ধ ৫ সীমান্ত বাজার
সিলেট ও সুনামগঞ্জে ৭ মাস ধরে বন্ধ রয়েছে ৫টি সীমান্ত বাজার (বর্ডার হাট)। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এই সীমান্ত হাটগুলো বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা, সংসারে এখন অভাব-অনটন নিত্যসঙ্গী। এই ৫টি হাটের মধ্যে সিলেট জেলায় রয়েছে একটি এবং বাকি চারটি রয়েছে সুনামগঞ্জ জেলায়। সিলেট জেলায় মোট ৩টি সীমান্ত হাট চালুর প্রক্রিয়া শুরু হয় ২০২৩ সালে। এর মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা ভোলাগঞ্জে একটি, কানাইঘাট উপজেলার সনাতনপুঞ্জি এলাকায় একটি এবং বিয়ানীবাজারের মুড়িয়ায় অপর সীমান্ত হাট চালু করার বিষয়ে সীদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ২০২৩ সালের ৬ মে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে চালু হয় জেলার প্রথম সীমান্ত বাজার। বাকি দুটি এখনো অধিগ্রহণ জটিলতায় আটকে আছে।