বহু কারণের সমষ্টিগত ফল সড়ক দুর্ঘটনা
বহু কারণের সমষ্টিগত ফল সড়ক দুর্ঘটনা
বহু কারণের সমষ্টিগত ফল সড়ক দুর্ঘটনা
জমি অধিগ্রহণ সমস্যায় আটকে আছে ঢাকা- সিলেট মহাসড়কের ছয়লেন নির্মাণ কাজ। চার বছরে প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া অংশের ২১ কিলোমিটার কাজের মাত্র ১০ শতাংশ শেষ হয়েছে। তবে সিলেট অংশে এখনও কাজই শুরু হয়নি।
অফিসের ভেতরে তীব্র জনবল সংকট আর বাইরে দালালচক্রের দৌরাত্ম্য। ভেতরে-বাইরের এসব নানা সমস্যায় জর্জরিত সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস।
নীল আকাশে সাদা মেঘের ভেলা, নিচে বিলের কালচে পানি ছাপিয়ে সবুজের ফাঁকে থরে থরে ফুটে আছে লাল শাপলা। পানিতে বিছানো যেন লালগালিচা, দেখলেই নয়ন জুড়িয়ে যায়।
পাথর উত্তোলনে টিলাভূমির লিজ আনার অপচেষ্টায় একের পর এক ধ্বংসযজ্ঞ চলছে সিলেটের পাথররাজ্যে। এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে রয়েছে প্রভাবশালী চক্র। প্রশাসনিক ভূমিকা নির্বিকার থাকায় এই চক্র এখনো অপ্রতিরোধ্য। ফলে একদিকে যেমন ধ্বংস হচ্ছে টিলাভূমি অন্যদিকে এর প্রভাব পড়ছে বাড়ি-ঘর, বাজার, মসজিদ এবং মাজারগুলোতে।
সিলেটে এবার পূজা মণ্ডপের সংখ্যা কমেছে ৪১টি। গত বছর সিলেট জেলায় ৪৬৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলেও এবার পূজা হচ্ছে ৪২৬ টিতে। তবে মহানগরে বেড়েছে ২টি। গত বছর মহানগর এলাকায় পূজা অনুষ্ঠিত হয় ১৫১টি মণ্ডপে। তবে এবার দুটি বেড়ে পূজা হচ্ছে ১৫৩টিতে।