১ টাকা যদি পেতাম তাহলে তো সেই ঈদ সীমাহীন
দিলারা জামান বাংলাদেশের বরেণ্য অভিনয়শিল্পী। বাংলাদেশের মানুষ তাকে এক নামেই চেনেন। ষাট বছরের অধিক সময় ধরে তিনি মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয় করছেন সুনামের সঙ্গে। আমাদের দেশের অভিনয় শিল্পের, বিশেষত নারী অভিনয়শিল্পীদের পথিকৃত তিনি। বাংলাদেশের কালজয়ী সব নাটক ‘সকাল সন্ধ্যা’, ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘বারোরকমের মানুষ’ ইত্যাদি নাটকে তিনি অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন অসংখ্য চলচ্চিত্রে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো: চাকা, আগুনের পরশমণি, চন্দ্রগ্রহণ, মনপুরা, লাল মোরগের ঝুঁটি ইত্যাদি। অভিনয়ে স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক। ৮১ বছর বয়সেও তিনি অভিনয় করে যাচ্ছেন। ঈদ আয়োজনের বিশেষ আয়োজনে ভিউজ বাংলাদেশের সঙ্গে কথা হলো এই কিংবদন্তি অভিনয়শিল্পীর। সাক্ষাৎকার নিয়েছেন কামরুল আহসান।