Views Bangladesh

Views Bangladesh Logo
author image

ড. জাহিদ হোসেন

  • অর্থনীতিবিদ
  • মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ থেকে
লেখক: অর্থনীতিবিদ ও সাবেক লিড ইকোনমিস্ট, বিশ্বব্যাংক, ঢাকা অফিস।
সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন
সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন

ব্যাংক

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন

বর্তমানে দেশের অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। সামষ্টিক অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ বিরাজ করছে। এর মধ্যে উচ্চ মূল্যস্ফীতিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। উচ্চ মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হচ্ছে মুদ্রানীতি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি ঘোষণা করেছে, চরিত্রগত দিক থেকে তা সংকোচনমূলক। বাংলাদেশ ব্যাংক মনে করছে, সংকোচনমূলক মুদ্রানীতি বিরাজমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। তবে এই উদ্যোগ বিলম্বে নেয়া হয়েছে। আর যে মাত্রায় সংকোচন করা হচ্ছে, তা উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ততটা পর্যাপ্ত হবে বলে আমার মনে হয় না। কারণ মূল্যস্ফীতি তো এক কারণে সৃষ্টি হয়নি। মূল্যস্ফীতির আরও অনেক কারণ রয়েছে। কাজেই শুধু সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে।