শূন্যতা পূরণের অপেক্ষায় ক্রীড়াঙ্গন
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ লক্ষ্য নিয়ে আয়োজিত তারুণ্যের উৎসবকে সামনে রেখে স্তিমিত হয়ে পড়া কোনো কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে অনেক দিন পর খানিকটা সক্রিয়তা দৃশ্যমান হয়। যদিও তাতে খেলার চেয়ে উৎসবের আমেজই অধিক ছিল। সে-ও তো হঠাৎ ঝলসে ওঠা আলোর মতো। এর আগে বিজয় দিবস উপলক্ষেও সীমিত পরিসরে কিছুটা তৎপরতা পরিলক্ষিত হয়; কিন্তু বেশিরভাগ ফেডারেশন ও অ্যাসোসিয়েশন রয়ে গেছে অন্ধকারে।