কী বলেন মুশফিক ও মাহমুদউল্লাহ?
ব্যাটে রানের ফুলঝুরি ফুটবে, দর্শক-ভক্তরা আমোদিত হবেন। এটাই বিনোদনের দস্তুর। তাতে যদি গড়বড় হয়ে যায়, নিমিষেই তারা ধিক্কার জানাতে একটুও কসুর করেন না। যদিও খেলোয়াড়ি ক্যারিয়ারে এমন কঠিন ও প্রতিকূল পরিস্থিতির কখনো কখনো মুখোমুখি হতে হয় তরুণ বয়সেও। সে সময় চ্যালেঞ্জ নেয়াটা সহজ। একটা মোক্ষম জবাব চটপট দিতে পারা যায়৷ পরিপূর্ণতা থাকে শক্তি ও সামর্থ্যে। ইচ্ছেটাকে কার্যকর করতে খুব বেশি বেগ পেতে হয় না। বয়স বাড়লে তো আর সেই সক্ষমতা থাকে না। দর্শক-সমর্থকদের সেই সহানুভূতিও থাকে না। ব্যর্থ হলে কিংবা সামান্যতম ভুল করলে তার মাশুল দিতে হয় কড়ায়-গণ্ডায়। টানাটানি পড়ে যায় চৌদ্দ গোষ্ঠী নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম নামক ধারালো ছুরিতে ক্ষতবিক্ষত হতে হয়। এ বয়সে সেটা আপনাদের জন্য কতটা সম্মানজনক হবে? একজন দাঁড়িয়ে আছেন চল্লিশের সীমানায়। আরেকজনও তা থেকে খুব বেশি দূরে নন।