দারিদ্র্যের হার কমান, খাদ্য নিরাপত্তা বাড়ান
ঢাকার কারওয়ানবাজার এলাকায় একটু ঘুরলেই বোঝা যায় দেশে সম্প্রতি দারিদ্র্যের হার এবং খাদ্য নিরাপত্তাহীনতা কতখানি বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি বিক্রেতারা সেসব শাকসবজি নিয়ে আসেন কারওয়ানবাজারে, সেসব কুড়িয়ে বা কিছুটা নষ্ট হয়ে গেলে কিছুটা কম দামে কিনে অনেকেই সারি সারি সাজিয়ে বিক্রি করেন, সম্প্রতি দেখা যাচ্ছে সেখানে ক্রেতা-বিক্রেতার ভিড় বাড়ছে। ভিড় বাড়ছে টিসিবির ট্রাকের পেছনেও। টিসিবির ট্রাকের সারিতে এক সময় শুধু নিম্নআয়ের মানুষই দাঁড়াতেন, পোশাক দেখেই বোঝা যায় এখন অনেক মধ্যবিত্তরাও দাঁড়ান। আগে নাকি মধ্যবিত্তদের অনেকের টিসিবির ট্রাক থেকে পণ্য ক্রয় করতে লজ্জা লাগত, এখন নাকি আর লজ্জা লাাগে না। যেখানে পরিবার চলে না, সেখানে লজ্জা পেয়ে আর কী হবে!