যুদ্ধ না, শান্তি প্রতিষ্ঠিত হোক
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ‘প্রতিক্রিয়া’ স্বরূপ ৬ মে গভীর রাতে পাকিস্তান-শাসিত কাশ্মীর ও পাকিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের ডামাডোল বেজে উঠছে, যা শুধু এশিয়া-দক্ষিণ এশিয়া নয়, পুরো বিশ্বকেই উদ্বিগ্ন করে তুলছে। দুটিই পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং এই দুটি দেশের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ সংঘটিত হলে তা যেমন একদিকে অসংখ্য মানুষের প্রাণনাশের কারণ হবে অন্যদিকে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতেও তা মারাত্মক প্রভাব ফেলবে।