Views Bangladesh Logo
author image

সম্পাদকীয় ডেস্ক

  • ভিউজ বাংলাদেশ

  • থেকে

সম্পাদকীয় ডেস্ক
দ্রুত ডাকসু নির্বাচন ঘোষণা করুন
দ্রুত ডাকসু নির্বাচন ঘোষণা করুন

দ্রুত ডাকসু নির্বাচন ঘোষণা করুন

ডাকসু ও হল সংসদের নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। আওয়ামী লীগ সরকারের আমলে সেই নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। সেবার ২৮ বছর পর ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থীর মধ্যে যে আশা-উদ্দীপনা জেগেছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একগুয়েমির কারণে সেটি পূরণ হতে পারেনি। ডাকসু নির্বাচন নিয়ে শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোভাব ছিল একপেশে, পক্ষপাতমূলক এবং কোনো কোনো ক্ষেত্রে সন্দেহজনক। যে কোনো নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার পূর্বশর্ত হলো লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য মাঠ সমতল করা; কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকার-সমর্থক ছাত্রসংগঠনটির সব দাবি রক্ষা করলেও প্রতিদ্বন্দ্বী অন্যান্য ছাত্রসংগঠনের দাবি বরাবরই উপেক্ষা করেছে।

সয়াবিন তেলের দাম বাড়িয়ে জনঅসন্তোষ বাড়াবেন না
সয়াবিন তেলের দাম বাড়িয়ে জনঅসন্তোষ বাড়াবেন না

সয়াবিন তেলের দাম বাড়িয়ে জনঅসন্তোষ বাড়াবেন না

কিন্তু আমরা জানি বাংলাদেশে একবার কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পেলে সহসা আর তা কমে না। ১৩ এপ্রিল যেদিন গ্যাসের দাম বাড়ানো হয়েছিল তখনই অনুমান করা গিয়েছিল অন্যান্য পণ্যের মূল্যও বাড়বে। তবে, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রভাব পড়ার আগেই সরকার নিজেই সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিল। স্বাভাবিকভাবেই এখন ভোজ্যতেলনির্ভর খাদ্যের ওপরও এর প্রভাব পড়বে; কিন্তু বাণিজ্য উপদেষ্টা বলেছেন, তেলের দাম বৃদ্ধিতে মানুষের জীবনে খুব একটা প্রভাব পড়বে না।

গ্যাসের দাম বাড়িয়ে মূল্যস্ফীতি উসকে দেবেন না
গ্যাসের দাম বাড়িয়ে মূল্যস্ফীতি উসকে দেবেন না

গ্যাসের দাম বাড়িয়ে মূল্যস্ফীতি উসকে দেবেন না

গ্যাসের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই পণ্য ও বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়বে, যার চাপ চূড়ান্তভাবে গিয়ে পড়বে ক্রেতার কাঁধে। কারণ ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে টাকা তুলে নেবেন। বরং গ্যাসের দাম যতটা বেড়েছে, সে তুলনায় পণ্যের দাম বাড়বে অনেক বেশি।

সব প্রাণের প্রতি দরদ থাকুক মানুষের
সব প্রাণের প্রতি দরদ থাকুক মানুষের

সব প্রাণের প্রতি দরদ থাকুক মানুষের

আদিকাল থেকে প্রাণ-প্রকৃতির সঙ্গে সহ-অবস্থান করেই মানুষ টিকে থেকেছে। অন্য সব প্রাণের প্রতি দরদ না থাকলে মানুষও এ পৃথিবীতে টিকবে না। পুঁজিবাদের প্রবল দাপটে মানুষ সব প্রাণ-প্রকৃতিকেই ধ্বংস করে দিচ্ছে। আসলে সে নিজেরই ধ্বংসের আয়োজন করছে। অস্ট্রেলিয়ান নৈতিক দার্শনিক পিটার সিঙ্গার বলেছেন, মানুষ সত্যিই নীতিবান কি না, তার সর্বোচ্চ প্রকাশ ঘটে অন্যান্য প্রাণের প্রতি সে যত্নশীল কি না, তা দেখে। যদি আমরা অন্যান্য প্রাণের প্রতি দরদ দেখাতে পারতাম, তাহলে নিজেদের প্রতিও আরও যত্নশীল হতে পারতাম। মায়া-মমতা-ভালোবাসা কেবল নিজের পরিবার-গোষ্ঠী-দেশে-জাতির প্রতিই সীমাবদ্ধ থাকলে হবে না, বরং সব জগতের দিকেই বিকশিত হতে হবে- তাহলেই মানুষ মনুষ্যত্ব অর্জন করতে পারবে।

বাংলাদেশে ফিলিস্তিনের জন্য সর্বোচ্চ সমর্থন আশা জাগানিয়া
বাংলাদেশে ফিলিস্তিনের জন্য সর্বোচ্চ সমর্থন আশা জাগানিয়া

বাংলাদেশে ফিলিস্তিনের জন্য সর্বোচ্চ সমর্থন আশা জাগানিয়া

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের মোড়লরা যখন নীরবতা পালন করছে, ঠিক তখনি বাংলাদেশের সাধারণ জনগণ জানান দিয়েছে, আমরা স্বাধীন ফিলিস্তিনের পক্ষে আছি। দেখিয়েছে তাদের সাহস-সমর্থন, জানিয়েছেন সর্বোচ্চ প্রতিবাদ।

দলীয় কোন্দলে নেতাকর্মীর মৃত্যু কাম্য নয়
দলীয় কোন্দলে নেতাকর্মীর মৃত্যু কাম্য নয়

দলীয় কোন্দলে নেতাকর্মীর মৃত্যু কাম্য নয়

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের পর আশা করা গিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কিছুটা বোধোদয় হবে। নিজেদের মধ্যে তারা আর হানাহানি, রক্তপাত ঘটাবেন না। তারা একটি সুন্দর দেশ গড়ার দিকে মনোনিবেশ করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় রাজনৈতিক অপসংস্কৃতি সেই আগের ধারাতেই বহমান। নিজেদের মধ্যে কোন্দলে তারা নিহত হচ্ছেন, আহত হচ্ছেন। কর্মীদের মধ্যে রেষারেষি, নেতাদের মধ্যে বিরোধ, মূল সংগঠনের সঙ্গে অঙ্গসংগঠনের মতভিন্নতা, স্বার্থের দ্বন্দ্ব, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত আট মাসে সংর্ঘষে ৫১ নেতাকর্মী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন চার শতাধিক নেতাকর্মী-সমর্থক।