Views Bangladesh Logo
author image

ইকরামউজ্জমান

  • কলামিস্ট ও ক্রীড়া বিশ্লেষক

  • থেকে

কলামিস্ট ও ক্রীড়া বিশ্লেষক। সাবেক সিনিয়র সহসভাপতি এআইপিএস এশিয়া। আজীবন সদস্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন।
অলিম্পিকে নারী নেতৃত্বের সূর্যোদয়
অলিম্পিকে নারী নেতৃত্বের সূর্যোদয়

অলিম্পিকে নারী নেতৃত্বের সূর্যোদয়

অলিম্পিক জনক এ উদ্দেশ্যে ‘রোড ম্যাপ’ও দিয়েছেন। ২৩ জুন কংগ্রেসে ব্যারন পিয়ের দ্য কুবারতিন তার ঐতিহাসিক ঘোষণায় বলেছেন ‘অন্য অপরাহ্নে বিদ্যুৎ শক্তির সাহায্যে বিশ্বে জানিয়ে দেয়া হয়েছে যে কয়েক যুগের পর গ্রিক অলিম্পিক আন্দোলন পুনরায় পৃথিবীতে ফিরে এসেছে। ‘আপনাদের সবার প্রচেষ্টায় আন্তর্জাতিক এই ক্রীড়ার মাধ্যমে বিশ্বের শান্তির আন্দোলন শক্তি লাভ করুক।’ কুবারতিন আরেক বার্তায় বলেছেন, ‘প্রাচীন যুগের অলিম্পিকের ধ্বংস্তূপের অন্তরালে এক মহান সমাধিস্থ হয়েছিল; কিন্তু আদর্শ অবিনশ্বর। তাই জার্মান প্রত্নতত্ত্ববিদের প্রচেষ্টায় অলিম্পিয়ার ধ্বংসস্তূপে আজ আশার আলোকবর্তিকা দেখা দিয়েছে।’

সামাজিক উৎসবগুলো হারিয়ে যাচ্ছে
সামাজিক উৎসবগুলো হারিয়ে যাচ্ছে

সামাজিক উৎসবগুলো হারিয়ে যাচ্ছে

বাঙালির জীবনে বিনোদনের সংস্কৃতি ক্রমেই পাল্টে যাচ্ছে আর এটি স্পষ্টভাবে লক্ষণীয় হতে শুরু করেছে। এক সময়ে ঈদ, পুজা, বাংলা নববর্ষ, বড় দিন, বুদ্ধ পূর্ণিমার মতো সামাজিক উৎসবে দেশজুড়ে গ্রামবাংলার বিভিন্ন স্থানে বিভিন্ন খেলার আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, নাটক, সার্কাস, কবিগান, বয়াতিদের মধ্যে গানের মাধ্যমে লড়াই ও গম্ভীরার আয়োজন হতো। শহর থেকে উৎসবের জন্য যোগসূত্র এবং নাড়ির টানে আবালবৃদ্ধবণিতা প্রিয়জনের সান্নিধ্য লাভ ও বিভিন্ন স্পর্শকাতরতায় গ্রামে ছুটে যেতেন। এরা এবং গ্রামে বসবাসরত মানুষ মিলে একসঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতেন। সেসব দিন, উৎসব-উদ্দীপনার ক্ষেত্রে এখন ভাটার টান।

লক্ষ্য নির্ধারণ ও ইতিবাচক মানসিকতা
লক্ষ্য নির্ধারণ ও ইতিবাচক মানসিকতা

লক্ষ্য নির্ধারণ ও ইতিবাচক মানসিকতা

খেলা, খেলোয়াড় ও সংগঠক নিয়ে ভাবাবেগ উসকে দেয়ার বিষয়টি উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এটি ক্রীড়াঙ্গনের জন্য ক্ষতিকর। বিভাজন আর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ও বিতর্ক সৃষ্টি ক্রীড়াঙ্গনে ঐক্যবদ্ধ অবস্থানকে দুর্বল করে। বৈচিত্র্যপূর্ণ ঐক্যবদ্ধ ক্রীড়াঙ্গন শুধু সৌন্দর্য নয় এটাই প্রত্যাশিত। ক্রীড়াঙ্গনের বিভিন্ন উদ্যোগ এবং পদক্ষেপকে না বুঝে, চিন্তা-ভাবনা না করে ঝাঁপিয়ে পড়াটার মধ্যেই নেতিবাচক মানসিকতা প্রশ্রয় পায়। যেসব ঘটনা ঘটলে লক্ষ্যের পথে বিঘ্ন সৃষ্টি হবে সে সব ঘটনার সম্ভাবনায় আকাঙ্ক্ষিত হয়ে থাকার নামই উদ্বেগ।

ভারত জিতেছে, পাকিস্তানও স্বস্তি পেয়েছে
ভারত জিতেছে, পাকিস্তানও স্বস্তি পেয়েছে

ভারত জিতেছে, পাকিস্তানও স্বস্তি পেয়েছে

দুবাইয়ে ভারত হোম গ্রাউন্ড বানিয়ে যেভাবেই হোক অপরাজিত থেকে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জয় করে গায়ে সাদা ‘ব্লেজার’ পরার স্বপ্ন বাস্তবে বাস্তবায়িত করেছে। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারত টানা দুটি আইসিসি টুর্নামেন্টে শিরোপা জিতল। এই জয় নিশ্চয়ই শেষবারের মতো (২০১৭) ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে পরাজয় এবং ২০২৩ সালে নিজ দেশে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের ভারকে হালকা করেছে। এবার নিয়ে ভারতের এটি সপ্তম আইসিসি ট্রফি জয়। এর মধ্যে আছে ওয়ানডে বিশ্বকাপ দুটি, চ্যাম্পিয়নস ট্রফি তিনটি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি। ভারতের ক্রিকেট সামনে তাকাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। তারা শুধু দেশে নয় বিদেশেও ধারাবাহিকতা বজায় রেখে জিতছে।

ক্রীড়াঙ্গনে ব্যবস্থাপনায় পেশাদারিত্বের বিকল্প নেই
ক্রীড়াঙ্গনে ব্যবস্থাপনায় পেশাদারিত্বের বিকল্প নেই

ক্রীড়াঙ্গনে ব্যবস্থাপনায় পেশাদারিত্বের বিকল্প নেই

ক্রীড়াঙ্গনে পেশাদারিত্বের বিকল্প নেই। আর এটি সর্বক্ষেত্রে প্রযোজ্য। ক্রীড়াঙ্গনে নৈপুণ্য প্রদর্শনের ক্ষেত্রে পেশাদারিত্ব সব সময় এগিয়ে রাখে। দেশের ক্রীড়াঙ্গন সব সময় ধুঁকছে ব্যবস্থাপনায় অপেশাদারিত্ব কার্যকলাপ এবং পরিষেবার দুর্বলতার জন্য। একটি সময় ছিল, যখন বইয়ের পাতায় শুধু পেশাদারিত্বের আলোচনা সীমাবদ্ধ থাকত। বাস্তবতায় এর প্রয়োগ ছিল ক্রীড়াঙ্গনে খুব কম। সময়ের পালা বদলে ক্রীড়াঙ্গন এখন ভীষণভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। উৎকর্ষতার পেছনে ছুটতে হলে, ক্রীড়াঙ্গন ভালোভাবে পরিচালনা করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন পেশাদারি মোড়কে মোড়ানো ব্যবস্থাপনা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফলদায়ক ফলাফল কাম্য
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফলদায়ক ফলাফল কাম্য

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফলদায়ক ফলাফল কাম্য

উপমহাদেশে বৈশ্বয়িক ক্রিকেটের আসরের আলাদা এক ধরনের আবেদন এবং আকর্ষণ আছে। আন্তর্জাতিক ক্রিকেট আসর মানেই কোটি কোটি মানুষ অনির্ধারিত একটি উৎসবে নিজেদের ভাসিয়ে দেয়া। আর এই আনন্দঘন উৎসব ব্যক্তি, পরিবার, সমাজ এমনকি মানুষের এই দিন প্রতিদিনের জীবন প্রবাহ পাল্টে দেয়। যে খেলাটা অনিশ্চয়তার রাজা সেই খেলার প্রতি এত আকর্ষণের কারণ হলো জীবনের সঙ্গে বড্ড মিল। জীবন তো অনিশ্চয়তার জন্য সুন্দর, তেমনি সুন্দর ক্রিকেট।