Views Bangladesh

Views Bangladesh Logo
author image

ইকরামউজ্জমান

  • কলামিস্ট ও ক্রীড়া বিশ্লেষক
  • বুধবার, ৩ জানুয়ারি ২০২৪ থেকে
কলামিস্ট ও ক্রীড়া বিশ্লেষক। সাবেক সিনিয়র সহসভাপতি এআইপিএস এশিয়া। আজীবন সদস্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন।
নারী দল দেশের ফুটবলে বৈষম্যের শিকার হলেও দক্ষিণ এশিয়ায় সেরা
নারী দল দেশের ফুটবলে বৈষম্যের শিকার হলেও দক্ষিণ এশিয়ায় সেরা

খেলাধুলা

শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

নারী দল দেশের ফুটবলে বৈষম্যের শিকার হলেও দক্ষিণ এশিয়ায় সেরা

ফাইনালে বাংলাদেশের পক্ষে গোল করেছেন মনিকা চাকমা ও ঋতুপর্ন চাকমা। আর বিজেতা দলের তামিশা। খেলার ফাস্ট হাফ গোল শূন্য ছিল। টিম ম্যানেজমেন্টের একজন খেলার হাফ টাইমের সময় জানালেন, ‘খেলোয়াড়রা স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শকদের উন্মাদনার মধ্যেও স্নায়ুর চাপ সামাল দিয়ে খেলায় মনোসংযোগ ধরে রেখেছে, সমানতালে ৯০ মিনিট খেলতে পারলে হাসিমুখে মাঠ ছাড়বে এটি আশা করছি।’ শেষ পর্যন্ত নারী ফুটবলাররা আমাদের প্রত্যাশাকে সম্মান করেছেন।

প্রতিভা ও সামর্থ্য অনুযায়ী খেলতে হবে
প্রতিভা ও সামর্থ্য অনুযায়ী খেলতে হবে

খেলাধুলা

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

প্রতিভা ও সামর্থ্য অনুযায়ী খেলতে হবে

দুই টেস্টের সিরিজে পাকিস্তানের কন্ডিশনে তাদের হোয়াইটওয়াশ করা দেশের ক্রিকেটে সাফল্যের ক্ষেত্রে ‘মাইলফলক’ হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। খেলতে নামার আগে দেশের ক্রিকেট পণ্ডিতরা কেউ ভাবেনি দীর্ঘ সংস্করণের খেলায় বাংলাদেশ দল স্বাগতিক দলকে কমপ্লিটলি আউট-প্লেইড করে প্রথমবারের মতো সিরিজ জিতবে। বিজয় সব সময় আত্মবিশ্বাস বাড়ায় এবং উজ্জীবিত করে।

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ফুটবলও সংস্কার করা হোক
রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ফুটবলও সংস্কার করা হোক

খেলাধুলা

শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ফুটবলও সংস্কার করা হোক

সমাজ এবং রাজনৈতিক জীবনের বাইরে আলাদা জগৎ নয় ক্রীড়াঙ্গন। রাষ্ট্রীয় জীবনের টেউগুলো এ অঙ্গনেও আছড়ে পড়বে আর পরিচিত-অপরিচিত কিছু মুখ ব্যক্তি এবং সমষ্টির এজেন্ডা বাস্তবায়ন মুখ্য হয়ে উঠবে, সেটিই স্বাভাবিক। সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তনে ক্রীড়াঙ্গনে চলমান বিশৃঙ্খলা আর ক্রীড়াচর্চা বাধাগ্রস্ত হওয়াটাও তাই অস্বাভাবিক নয়। একই অভিজ্ঞতা অতীতেও আমাদের হয়েছে।

স্মরণীয় টেস্ট সিরিজ জয়
স্মরণীয় টেস্ট সিরিজ জয়

খেলাধুলা

সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

স্মরণীয় টেস্ট সিরিজ জয়

২০০০ সালের ১০ নভেম্বর অভিষেক টেস্ট খেলেছে বাংলাদেশ ভারতের বিপক্ষে। এর পর থেকে প্রায় চব্বিশ বছরে গত ৩ ডিসেম্বর পর্যন্ত খেলেছে ১৪৪টি টেস্ট ম্যাচ। এর মধ্যে বাংলাদেশ দল জিতেছে ২১টি। পরিসংখ্যান পদ্ধতি তার বুকে ধারণ করে রেখেছে বড় বেশি অস্থিরতা। আর এটিই বাস্তবতা।

অলিম্পিকের পদকস্তম্ভে দাঁড়াতে হলে
অলিম্পিকের পদকস্তম্ভে দাঁড়াতে হলে

খেলাধুলা

রবিবার, ২৮ জুলাই ২০২৪

অলিম্পিকের পদকস্তম্ভে দাঁড়াতে হলে

পঞ্চ বৃত্তের ইন্দ্রজালের মধ্যে পুরো দুনিয়া ঢুকে পড়েছে। জীবনের উৎসব অলিম্পিক পক্ষকাল ধরে মানবসমাজকে চুম্বকের মতো টানবে। একশত বছর পর প্যারিসে তৃতীয়বারের মতো আদম ও দর্শনভিত্তিক তারুণ্য আর যৌবনের পূজারিদের প্রাণ চঞ্চলময় অনুষ্ঠান। অলিম্পিক অনেক বিরাট বিষয়। এর আয়োজন তুলনাহীন। ১৯২৪ সালে প্যারিসে যখন অষ্টম আধুনিক অলিম্পিকের আয়োজন হয়েছিল সেই আয়োজনের আবেগ আর প্রাণের স্পন্দন ছিল অন্যরকম। কেননা আধুনিক অলিম্পিকের জনক, মানবতাবাদী, শিক্ষাবিদ, দার্শনিক ফরাসি নাগরিক ব্যারন পিয়ের দ্য কুবারতিনের আইওসি প্রেসিডেন্ট হিসেবে সেট ছিল শেষ অলিম্পিক। ফরাসি সাংগঠনিক কমিটি এবং আইওসি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে একটি সুষ্ঠু ও সুন্দর অলিম্পিক উপহার দিয়ে আধুনিক অলিম্পিকের জনক এবং অলিম্পিক আন্দোলনের ‘প্রধান ড্রাইভিং ফোর্স’ কুবারতিনের স্বপ্নকে বাস্তবায়িত করেছে।

আর শুনতে চাই না ‘টার্গেট নেক্সট বিশ্বকাপ’
আর শুনতে চাই না ‘টার্গেট নেক্সট বিশ্বকাপ’

খেলাধুলা

রবিবার, ৭ জুলাই ২০২৪

আর শুনতে চাই না ‘টার্গেট নেক্সট বিশ্বকাপ’

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট প্রেমিকরা দৃষ্টিনন্দন ব্যাটিং থেকে বঞ্চিত হয়েছেন। আইসিসির বিশ্বকাপ টুর্নামেন্টে স্বাগতিক দুই দেশের (যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ) উইকেটে দুই রকম আচরণ করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এর আগে আর কখনো দুটো সেমিফাইনাল এতো বিবর্ণ হয়নি। তবে এশিয়া এবং আফ্রিকা এই দুই মহাদেশ নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে যে-বার্তা দিয়েছে সেটি খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে ভালো খেলতে হলে, জয় পেতে হলে জয়ের ক্ষুধা নিয়ে চাপ সামাল দিয়ে পুরো দলকেই ভালো খেলতে হবে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস থাকতে হবে। সাহস থাকতে হবে। পাশাপাশি নিজের খেলার ওপর বিশ্বাস এবং সামর্থের ওপর আস্থা রাখা জরুরি। ভারত যে এতগুলো বছর পর অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে, তার কারণ তারা টিম হিসেবে দুর্দান্ত ইতিবাচক ক্রিকেট খেলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত গতিটা ধরে রাখতে সক্ষম হয়েছে ভারত।