সমস্যা-অবহেলায় আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হতে পারছে না চন্দ্রনাথ পাহাড়
অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ ও নিরাপত্তাহীনতাসহ পর্যটক আকৃষ্টে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় দর্শনীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারছে না তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড়। আইনশৃঙ্খলা রক্ষায় নেই কোনো তৎপরতা, থাকা বা খাবার জন্য নেই উন্নত হোটেল-মোটেল, এমনকি পুরো পাহাড় বা আশপাশের এলাকায় নেই কোনো গণশৌচাগারও । ফলে আশানুরূপ পর্যটক বঞ্চিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা শহরের এই পাহাড়।