কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আজ সন্ধ্যায়
প্রতি বছরের মতো এবারও ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন—কান চলচ্চিত্র উৎসব। ৭৮তম এ আসরের পর্দা উঠছে আজ ১৩ মে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট)। ফ্রান্সের কান শহরের ‘পালে দ্য ফেস্টিভ্যাল’ ভবনে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন বিশ্বজুড়ে থেকে আসা তারকা নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীরা।