মহাসড়কে বেশিরভাগ সিসিটিভি ক্যামেরাই চুরি, এ সুযোগে তৎপর ডাকাতচক্র
সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে বেশ কিছু ডাকাতির ঘটনায় নতুন করে সামনে এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার বিষয়টি। মহাসড়কের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে ও বিশেষ অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না ডাকাতি এবং ছিনতাই। অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতি এবং নারীদের শ্লীলতাহানির সংবাদ পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত। এসব অপরাধ কর্ম কেবল রাতের অন্ধকারেই হচ্ছে এমন না, দিনের আলোতেও হচ্ছে।