ডিইপিজেড চালু রাখতে পল্লী বিদ্যুতের লাইন, বিপাকে ভোক্তারা
গ্যাস না থাকায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করতে পারছে না ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কারখানাগুলো। এরকম পরিস্থিতে এগিয়ে এসেছে পল্লী বিদ্যুৎ সমিতি-১। এতে ডিইপিজেডের কারখানাগুলো পুরোদমে উৎপাদনে ফিরেছে। তবে বিপাকে পড়েছেন ডিইপিজেডের আশপাশের এলাকাগুলোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আবাসিক ও বাণিজ্যিক বিদ্যুৎ ব্যবহারকারীরা। দীর্ঘসময় লোডশেডিং থাকার ফলে ভোগান্তিতে পড়েছেন পোশাক শ্রমিকসহ এলাকার কয়েক লাখ গ্রাহক।