জন্মনিবন্ধন জটিলতায় আটকে যাচ্ছে নতুন ভোটার
আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে নতুন ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের জন্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাটা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এসব চ্যালেঞ্জের মধ্যে অন্যতম নতুন ভোটারের নিবন্ধন। সাভারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কার্যক্রম পুরোদমে চললেও জন্মনিবন্ধন নিয়ে জটিলতায় আটকে যাচ্ছে নতুনদের ভোটার হবার সুযোগ।