নান্দনিকতায় অনন্য হায়াও মিয়াজাকির সেরা পাঁচ অ্যানিমেশন
অ্যানিমেশন শব্দটি শুনলেই অনেকে মনে করে বাচ্চাদের জন্য নির্মিত কোনো কার্টুন। কিন্তু আসলে তা নয়। প্রায় প্রত্যেক অ্যানিমেশন চলচ্চিত্রে রয়েছে এমন বার্তা যা আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। সেই অ্যানিমেশন চলচ্চিত্রকে নিয়ে গেছে জাপানিজরা এক অনন্য উচ্চতায়। আর জাপানিজ অ্যানিমেশন শুনলে প্রথমেই যার কথা মাথায় আসে তিনি হায়াও মিয়াজাকি। তার নির্মিত অ্যানিমেশনগুলো ছোট থেকে বড় সব বয়সের মানুষ উপভোগ করে। তার নির্মিত অ্যানিমেশনগুলো নির্মাণশৈলী, কথোপকথন এবং নান্দনিকতার দিক দিয়ে অনন্য। তাই যে কোনো দর্শক একবার তার নির্মিত কোনো অ্যানিমেশন দেখতে নিলে স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না কেউই।