অনুভবে অনুধ্যানে সত্যজিৎ রায়
“ওরা যত বেশি পড়ে, ততো বেশি জানে, ততো কম মানে” — সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবিতে হীরক রাজার মুখে উচ্চারিত এই বাক্য যেন সত্যজিতের নিজের জীবনকেও প্রতিফলিত করে। কারণ, তিনি যত বেশি পড়েছেন, দেখেছেন, জেনেছেন, ততই ভিন্ন এক দৃষ্টিভঙ্গি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন, যা তাঁকে অন্য সবার থেকে আলাদা করেছে। হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি। আজ এই কিংবদন্তির জন্মদিন।