গ্রীষ্মের শুরুতেই বিদ্যুৎ বিভ্রাট: চরম ভোগান্তির শঙ্কায় গ্রাহক
চলতি মৌসুমে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। বিদ্যুৎ সরবরাহের সামান্য ঘাটতি গ্রীষ্মের শুরুতেই বড় রকমের ভোগান্তির ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়া এখনো সম্পূর্ণরূপে প্রখর না হলেও লোডশেডিং শুরু হয়ে গেছে দেশজুড়ে, বিশেষ করে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের অভিজ্ঞতা রীতিমতো ভীতিকর। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের চাহিদা যখন চূড়ান্তে পৌঁছায় তখনই বিদ্যুৎ চলে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকারখানা। এমনকি কৃষিকাজেও এর প্রভাব পড়ছে। মৌসুমের শুরুতেই এই অবস্থা থাকলে গ্রাহকদের মনে শঙ্কা, তীব্র গরমে এই সংকট আরও বাড়বে।