নির্বাচন নিয়ে শঙ্কা ও যুবকদের ভোটাধিকার
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে কি না- মানুষের মধ্যে এ নিয়ে সংশয়, শঙ্কা ও উদ্বেগ দিন দিন বাড়ছে। শুধু নির্বাচন নয়, এটা নিয়ে নানা ডালপালা গজাচ্ছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হওয়ার লক্ষণও দেখা যাচ্ছে না। জনজীবনের অন্যান্য সংকট বাড়লেও সবকিছু ছাপিয়ে নির্বাচনের আলোচনা সামনে চলে আসছে। নির্বাচন এমন একটি সময়- যখন দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে তাদের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পায়। কিন্তু তার বদলে দুই শীর্ষ রাজনৈতিক দলের পরস্পরের প্রতি দড়ি টানাটানি দেখতে ক্লান্ত। আওয়ামী লীগ চায় শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিতে, আর বিএনপি ও অন্যান্য দলের দাবি এর সম্পূর্ণ বিপরীত।