ভুলে গেছি আহমেদ ইমতিয়াজ বুলবুলকে?
১৯৭১ সালের ২৭ মার্চ। কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হলো। যখনই কারফিউ শিথিল করা হয়, তখনই আহমেদ ইমতিয়াজ বুলবুল বাইসাইকেল নিয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ, পরে পলাশী ফায়ার সার্ভিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ, রোকেয়া হল, ব্রিটিশ কাউন্সিলের চারদিকে ঘুরেছেন- লাশের পর লাশ দেখেছেন। তারপর তিনি জঘন্যতম গণহত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেন। ওইদিন বিকেলে একজন বিহারির বাসায় জোর করে ঢুকে বন্দুক নিয়ে নেন এবং একটি ছোট দল গঠন করেন। দলকে বোঝান- ‘আমাদের আরও অস্ত্রের প্রয়োজন।’ এর মধ্যে কয়েকজন বিহারির বাসা থেকে অস্ত্র ছিনতাই করেন। পরে এ অস্ত্রগুলো দিয়ে জিঞ্জিরায় প্রথম মুক্তিযুদ্ধের ঘাঁটি করেন। [মুক্তিযুদ্ধের আগুনমুখো গল্প : হাবীব ইমন]