আমাদের মতাদর্শ ভিন্ন হলেও শত্রু ছিল পাকিস্তানি সেনা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনো মারা গেছেন। মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা। ১৯৭১ সালে কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলার সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দেশের বর্ষীয়ান বাম রাজনীতিক হায়দার আকবর খান রনো। রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজকে এক সাক্ষাৎকারে তিনি মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ, চীনাপন্থি বামরাজনীতিকদের ভূমিকা, মওলানা ভাসানীর অবস্থান, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া, অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন। এ সাক্ষাৎকারটি এতদিন অপ্রকাশিত ছিল, আজ প্রকাশ করা হলো।