রাত্রিটা শান্তভাবে উদযাপন করব
২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত হান ক্যাং সিউলের বাসায় মাত্র রাতের খাবার সেরেছেন, এমন সময় খবর এলো তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রথম নোবেল লরিয়েট হিসেবে তিনি এই সাক্ষাৎকারে কথা বলেছেন। লেখককরা কীভাবে তাকে প্রভাবিত করেছেন, সেসব কথা বলেছেন। তিনি বলেছেন, তাদের সমস্ত চেষ্টা আর শক্তিই তার অনুপ্রেরণা। তার ‘ভেজিটারিয়ান’ উপন্যাসটি অন্তর্জাতিকভাবে সমাদৃত। সেটি কীভাবে লিখেছেন, তা নিয়েও কথা বলেছেন। কথা বলেছেন তার নতুন উপন্যাস ‘উই ডু নট পার্ট ফর এনিওয়ান’ নিয়েও।