আমাদের স্বাধীনতার চেতনা এক
৬৭ বছর আগের কথা, ১৯৫৭ সালের ৩১ আগস্ট, মালে, যা এখন মালয়েশিয়া হিসেবেই সবার কাছে পরিচিত, যুক্তরাজ্য থেকে স্বাধীন বলে ঘোষণা করেছিল। এই স্বাধীনতার ঘোষক ছিলেন মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী তুয়ানকু আবদুল রহমান। এই ঐতিহাসিক দিনে, মারদেকা (মুক্তি) শব্দটি ৭ বার উচ্চারণ কারার মধ্য দিয়ে একটি নতুন সার্বভৌম ও স্বাধীন জাতির জন্ম হয়। মালয়েশিয়া এখন একটি উচ্চ-মধ্যম আয়ের দেশ। ২০২৩ সালে দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৭ শতাংশ। ২০২২ সালে কোভিড-পরবর্তী অর্থনৈতিক প্রত্যাবর্তনের পরে পরিস্থিতি স্বাভাবিক করার মাধ্যমে এই মাঝারি প্রবৃদ্ধি দেখা গেছে। এতে দেশটি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) ওপর নির্ভরশীল রয়ে যায়।