নিনা-নিনোর মাঝে পড়ে দুই যুগ পর ফিরল নাতিশীতোষ্ণ
ষড়ঋতুর বাংলাদেশকে বলা হয় নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ। এই জলবায়ু হলো ক্রান্তীয় বলয় হতে শুরু করে পৃথিবীর মেরু অঞ্চলগুলোর মধ্যবর্তী এলাকার সমভাবাপন্ন জলবায়ু। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তীব্র শীত কিংবা তীব্র গরম হবে না, বৃষ্টি হচ্ছে স্বাভাবিক; কিন্তু গত প্রায় দুই যুগের বেশি সময় ধরে বাংলাদেশে উধাও নাতিশীতোষ্ণ অনুভূতি। এ সময়ে এখানে বিরাজ করছে চরমভাবাপন্ন আবহাওয়া। শীত আর গরমের তীব্রতা থাকে চরম। বর্ষায় বৃষ্টি হয় না স্বাভাবিক। বাকি ঋতু আসে-যায়, হয় না কোনো আলাদা অনুভূতি। গ্রীষ্ম এলে তো রাজশাহী অঞ্চলে বইতে শুরু করে মরুর বিপজ্জনক ‘লু’ হাওয়া। তবে এবার প্রায় দুই যুগ পর বাংলায় ফিরে এসেছে নাতিশীতোষ্ণ অনুভূতি। গ্রীষ্মকালেও আছে স্বাভাবিক তাপমাত্রা ও বৃষ্টি। আসছে বর্ষায় বৃষ্টিও হবে স্বাভাবিক, শঙ্কা নেই তীব্র শীতেরও। এমনটাই জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন হতেই পারে কেন দুই যুগ পর দেশে আবার ফিরে এলো স্বাভাবিক আবহাওয়া।