হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা: ৫ আগস্টের আগেই অন্তত একটি মামলার রায়ের চেষ্টা
শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত প্রতিবেদন আগামী মার্চের মধ্যেই দেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, তদন্ত সংস্থা ও পুলিশের ১০টি বিশেষ টিম এর জন্য কাজ করছে, যাতে দ্রুত তদন্ত প্রতিবেদন দিয়ে বিচার শুরু করা যায়।