মিয়ানমার ইস্যুকে আন্তর্জাতিকীকরণের সুযোগ রয়েছে বাংলাদেশের
প্রতিবেশী দেশ মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিলতার দিকে যাচ্ছে। পশ্চিমা কাঠামোর আলোকে যে ধরনের রাষ্ট্রকে আমরা আধুনিক রাষ্ট্র বলে থাকি, মিয়ানমার সেই অর্থে আধুনিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র নয়। মিয়ানমার অনেকটাই ফ্লুইড রাষ্ট্র। মিয়ানমার এমন একটি দেশ যেখানে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং সংঘাত সব সময়ই ছিল। কখনো বেশি কখনো হয়তো কিছুটা কম; কিন্তু রাষ্ট্রটি সব সময়ই নানা জটিলতার মধ্য দিয়ে গেছে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র যে-কাঠামোতে গড়ে ওঠে মিয়ানমার সেভাবে গড়ে উঠতে পারেনি। মিয়ানমারের জনগণ দেশটিকে একক জাতি-রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারেনি। সেখানে কারেন, কুকি, চীন, ওয়াহ ইত্যাদি জনগোষ্ঠী সব সময়ই আন্তঃকলহে লিপ্ত রয়েছে। একটি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন, সংঘাত সৃষ্টিকারী এসব গোষ্ঠী কিন্তু কখনোই তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের পূর্ণাঙ্গ স্বাধীনতা চায়নি। তারা বরং স্বায়ত্তশাসন বাড়াতে চাচ্ছে। রাষ্ট্রের অন্যতম শক্তি রাজস্ব সংগ্রহ, সেখানেও সংঘাতরত গোষ্ঠীগুলো অংশীদারত্ব দাবি করে আসছে।