বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা কি দেখে যেতে পারব!
প্রশিক্ষণ শেষ। শুরু হলো যুদ্ধজীবন। শপথ গ্রহণের পরের দিনই আমাদের যাত্রা। কোনো অবসর বা বিশ্রামের সময় ছিল না। আমাদের বিদায়ের পর অন্য একটি দলের প্রশিক্ষণ শুরু হবে এখানে, এই ভারতের একটি প্রদেশ ‘মেঘালয়’ রাজ্যের তুরার পাহাড়ে। এই প্রশিক্ষণ চলমান প্রক্রিয়া। কিছু জানোয়ার রাজাকার বাদে সমস্ত বাঙালি আজ ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধু বলেছেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ।’ এই অমর শপথ আমাদের মস্তকেও গেঁথে গেছে। হয় মরব না হয় মারব। তার জন্যই আমাদের এই শপথ। আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল আমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রায় ৫ হাজার মুক্তিযোদ্ধা একসঙ্গে আমরা শপথ গ্রহণ করি। অনুষ্ঠানটি সুশৃংখল এবং জমকালো করতে দুদিন মহড়া করি আমরা। শপথের দিনে ভারতের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছাড়াও মজিবনগর সরকারের প্রতিনিধি ময়মনসিংহের তৎকালীন এম এন এ রফিক উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন। তিনি উদ্দীপনামূলক বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাদের উদ্দেশে।