৭২৬ টাকার চোখের লেন্স প্যাকেজে হয়ে যাচ্ছে ৩০ হাজার টাকা
অনিয়ম ঠেকাতে ২০২৩ সালে তৎকালীন সরকার চোখের কৃত্রিম লেন্সের দাম নির্ধারণ করে দিয়েছিল। থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, বেলজিয়াম, স্পেন, যুক্তরাজ্য, জার্মানি, বার্বাডোজ, হাঙ্গেরি ও গ্রিসসহ বিভিন্ন দেশের যে ১২৯ ধরনের লেন্সের দাম নির্ধারণ করে দেয় সরকার। এসব লেন্সের দাম ঠিক করা হয়েছিল ১৪৩ টাকা থেকে ১ লাখ ২৬ হাজার টাকার মধ্যে। তবে কাগজ-কলমে ঠিক থাকলেও চোখের লেন্সের দাম নিয়ে অরাজকতা বন্ধ করা সম্ভব হয়ে ওঠেনি এখনো। অভিযোগ উঠেছে, প্যাকেজের মাধ্যমে অভিনব কায়দায় ভোক্তাদের প্রতারিত করা হচ্ছে। ভারতের সবচেয়ে কম দামি লেন্সের প্যাকেজও এখন ৩০ হাজার টাকা।