মহান মে দিবস: আসবে কি নতুন আলো
বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মাঝে আজ দেশে পালিত হচ্ছে ১৩৯তম আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। মে দিবসের এবারের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’। ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে এবছর নতুন করে আশায় বুক বেঁধেছেন শ্রমিকরা, দেখছেন ভাগ্য উন্নয়নের নতুন স্বপ্ন।