অফিস খুঁজছে এনসিপি-ছাত্রসংসদ, সমালোচনার মুখে কেন্দ্রীয় কমিটি
নতুন দপ্তরের সন্ধান করছে জাতীয় নাগরিক কমিটি (জানাক) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ নিয়ে সদ্যগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। নিজস্ব রাজনৈতিক কার্যক্রম রাজধানীর বাংলামোটর রূপায়ন ট্রেড সেন্টারের জানাক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের বদলে আলাদা আলাদা দপ্তর থেকেই চালাতে আগ্রহী তারা।