শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন
শিক্ষাজীবন অসম্ভব এক আনন্দের সময়। প্রতি মুহূর্তে নতুন নতুন রহস্যের দরজা উন্মোচন হয় এ সময়। দলবেঁধে স্কুলে যাওয়া, বন্ধুদের সঙ্গে গল্প, খেলাধুলা, শিক্ষকদের আদর-ভালোবাসা সব মিলিয়ে শিক্ষাজীবনটি সত্যিই অন্যরকম। পরবর্তী সারাজীবন ধরেই এ সময়টি মানুষকে তাড়িয়ে বেড়ায়। বয়স যত বাড়ে মানুষের ততই আফসোস হয়, আহারে, সেই দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যেত! পরীক্ষার একটা আতঙ্ক অনেক সময় ভর করে অনেকের মনে, পরবর্তী জীবনে অনেকে পরীক্ষা নিয়ে দুঃস্বপ্নও দেখে; কিন্তু শিক্ষাজীবনের অনাবিল আনন্দের তুলনায় তা সামান্য; একটু সচেতন হলে, নিয়মিত পড়াশোনা করলে সহজেই সেই আতঙ্ক কাটিয়ে ওঠা যায়। আতঙ্ককে পরিণত করা যায় আনন্দে।