আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক: আইনের ব্যর্থতা ঘটলে গণতন্ত্র ব্যর্থ হয়
২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি এ বি এম খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। ২০১৩ সালে তাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তারপর থেকে তিন মেয়াদে তিনি এ পদে দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরেই পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষিত হয়েছিলো, বাতিল হয়েছিলো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। নানা ঐতিহাসিক মামলায় রায় দিয়ে তিনি বহুল আলোচিত। হাইকোর্ট বিভাগের বিচারপতির দায়িত্ব পালনকালে এ বি এম খায়রুল হক বঙ্গবন্ধু হত্যা মামলা, সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা, স্বাধীনতার ঘোষক, রেসকোর্স ময়দানে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণ, ঢাকার চার প্রধান নদী রক্ষা, ঢাকার ট্যানারি স্থানান্তর এবং আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার, ফতোয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন। দেশের বিচার ব্যাবস্থা নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক একান্তে কথা বলেছেন ভিউজ বাংলাদেশের জ্যেষ্ঠ প্রতিবেদক হিরা তালুকদার।