সংস্কৃতির সঙ্গে রাজনীতির কোনো সংঘর্ষ থাকা উচিত না
খায়রুল আনাম শাকিল। সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। সংগীতশিল্পী ও শিক্ষক। দীর্ঘ সময় ধরে তিনি বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সংগীতে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। বাংলাদেশে সাংস্কৃতিক আন্দোলন, পহেলা বৈশাখ, চৈত্রসংক্রান্তিসহ কয়েকটি দিক নিয়ে ভিউজ বাংলাদেশের সঙ্গে কথা বলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন অ্যাডিটরিয়াল অ্যাসিসট্যান্ট শাহাদাত হোসেন তৌহিদ।