মার্কিন শুল্কনীতি যে কারণে বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করেছে
মার্কিন যুক্তরাষ্ট্র আমদানিকৃত সব ধরনের গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছে যা ২ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আমেরিকায় ভারতীয় গাড়ি ব্যবসায়ের ওপর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। এতে ভারতীয় ব্যবসায়ীদের ৭০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হতে পারে। ভারতে উৎপাদিত গাড়ির এক পঞ্চমাংশই আসে রপ্তানি থেকে। এর মধ্যে ২৭ শতাংশই আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এটা শুধু গাড়ি শিল্পের ক্ষতির পরিসংখ্যান সাধারণভাবে যে বর্ধিত শুল্কারোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে তার প্রতিক্রিয়া কতটা হবে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।