Views Bangladesh Logo
author image

ড. কাজী খলীকুজ্জমান আহমদ

  • অর্থনীতিবিদ

  • থেকে

বীরমুক্তিযোদ্ধা, অর্থনীতিবিদ ও পরিবেশ  বিশেষজ্ঞ  ড. কাজী খলীকুজ্জমান আহমদ ঢাকা স্কুল অব ইকোনমিকসের চেয়ারম্যান ও পল্লিকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান। তিনি বাংলাদেশ উন্নয়নপরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতিসহ উল্লেখযোগ্য বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি ২০০৯ সালে দারিদ্র্য বিমোচনে একুশে পদক লাভ করেন এবং ২০১৯ সালে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক সম্মাননা, স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সহনীয় পর্যায়ে নামিয়ে আনুন
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সহনীয় পর্যায়ে নামিয়ে আনুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সহনীয় পর্যায়ে নামিয়ে আনুন

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার (০৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন। এটি অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট উপস্থাপন। আমাদের মতো দেশে জাতীয় বাজেট প্রণয়ন সব সময়ই অত্যন্ত জটিল একটি কাজ। বাজেটের মাধ্যমে সব মহলকে সমভাবে খুশি করা যায় না। ঘোষিত বাজেটে নতুন অর্থমন্ত্রী জাতীয় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যুগুলোতে গুরুত্ব দেয়ার চেষ্টা করেছেন। এটা বাজেটের একটি ভালো দিক।

সালামি হিসেবে আমি সব সময়ই ২ টাকার নোট পেতে চাইতাম
সালামি হিসেবে আমি সব সময়ই ২ টাকার নোট পেতে চাইতাম

সালামি হিসেবে আমি সব সময়ই ২ টাকার নোট পেতে চাইতাম

বিশ্বব্যাপী মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল ফিতর যে কোনো বিবেচনায়ই বিশেষত্বের দাবিদার। এক মাস কঠোর সিয়াম সাধন করার পর আসে পবিত্র এই ঈদ। রোজা পালনকারী অনেক মুসলমান এই ঈদ উদযাপনের সঙ্গে সঙ্গে নিজেকে বিলিয়ে দেয়ার তাগিদ অনুভব করেন এবং যথাসাধ্য দান খয়রাত করেন। বিত্তবান-বিত্তহীন সবার জন্যই ঈদ নিয়ে আসে আনন্দের বার্তা, তবে বিত্তবানরা এগিয়ে গেলেই বিত্তহীনদের জন্য সেই বার্তা বাস্তবে অধিক রূপ নেয়।

ক্ষুদ্র ঋণ বনাম উপযুক্ত ঋণ
ক্ষুদ্র ঋণ বনাম উপযুক্ত ঋণ

ক্ষুদ্র ঋণ বনাম উপযুক্ত ঋণ

ক্ষুদ্র ঋণ কার্যক্রম দারিদ্র্য বিমোচনে কতটা সহায়ক এ নিয়ে মাঝে মাঝেই প্রশ্ন উত্থাপিত হতে দেখা যায়। ক্ষুদ্র ঋণ কী, কেমনভাবে তা প্রদান করা হয় এবং কেমন তার ফলাফল তা পরে আলোচনা করা হবে। এখানেই উল্লেখ করে রাখি, ২০১১ সাল থেকে এ পর্যন্ত প্রচলিত ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় সরকারি সিদ্ধান্তে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসে।

ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, ঋণখেলাপি মানে ঋণখেলাপি
ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, ঋণখেলাপি মানে ঋণখেলাপি

ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, ঋণখেলাপি মানে ঋণখেলাপি

যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংকিং খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে, বাংলাদেশে যেহেতু পুঁজিবাজীর খুবই দুর্বল তাই এদেশের অর্থনীতিতে ব্যাংকিং খাতের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের উদ্যোক্তাদের শিল্প-কারখানা এবং ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পুঁজির চাহিদা মেটানোর জন্য মূলত ব্যাংকের কাছে যেতে হয়। বাংলাদেশে বিগত একযুগে যে আর্থ-সামাজিক অগ্রগতি অর্জন করেছে, তা সুসংহত ও তরান্বিত করতে একটি সুষ্ঠু ও গতিশীল ব্যাংকিং ব্যবস্থা থাকা একান্ত প্রয়োজন; কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের ব্যাংকিং খাত খুবই নাজুক অবস্থার মধ্যে রয়েছে। ফলে ব্যাংকগুলো প্রকৃত উদ্যোক্তাদের কাঙ্ক্ষিত মাত্রায় সহযোগিতা দিতে পারছে না। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় যেসব সমস্যা বা প্রতিকূলতা প্রত্যক্ষ করা যাচ্ছে তা এক দিনে বা হঠাৎ করেই সৃষ্টি হয়নি। বছরের পর বছর এই খাতটি নানা সমস্যায় জড়িয়ে রয়েছে। দিন দিন সমস্যার ব্যাপকতা এবং গভীরতা শুধু বাড়ছেই। এ খাতকে সুশৃঙ্খল ও গতিশীল করা জরুরি।

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট মানুষ প্রয়োজন
স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট মানুষ প্রয়োজন

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট মানুষ প্রয়োজন

বাংলাদেশ বিগত এক যুগে বিস্ময়কর আর্থ-সামাজিক উন্নতি অর্জন করেছে। বাংলাদেশের এই অর্জন আন্তর্জাতিকভাবেও নন্দিত। বাংলাদেশ ২০১৫ সালে মধ্য আয়ের দেশে পরিণত হয়। এ ছাড়া, এই সময়ে দারিদ্র্য, শিশু মৃত্যু, মাতৃমৃত্যুর হার হ্রাস, খর্বাকৃতি শিশুর হার হ্রাস এবং নারীর ক্ষমতায়নে অভূতপূর্ব উন্নতি অর্জিত হয়েছে বাংলাদেশে। চূড়ান্ত লক্ষ্য হচ্ছে, ২০৩১ সাল নাগাদ উচ্চ মধ্য-আয়ের দেশে রূপান্তর করা এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে যুক্ত করা।

”মূল্য বেঁধে দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা সফল হবে না”
”মূল্য বেঁধে দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা সফল হবে না”

”মূল্য বেঁধে দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা সফল হবে না”

ভিউজ বাংলাদেশের সঙ্গে একান্ত সাক্ষাতকারে ড. কাজীখলীকুজ্জমান আহমদ