মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সহনীয় পর্যায়ে নামিয়ে আনুন
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার (০৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন। এটি অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট উপস্থাপন। আমাদের মতো দেশে জাতীয় বাজেট প্রণয়ন সব সময়ই অত্যন্ত জটিল একটি কাজ। বাজেটের মাধ্যমে সব মহলকে সমভাবে খুশি করা যায় না। ঘোষিত বাজেটে নতুন অর্থমন্ত্রী জাতীয় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যুগুলোতে গুরুত্ব দেয়ার চেষ্টা করেছেন। এটা বাজেটের একটি ভালো দিক।