শীতে যেমন জমলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
প্রতি বছরের জানুয়ারি মাসে আমাদের দেশের আবহাওয়াটা তুলনামূলক শীত শীত থাকে। আর এ বছর শীতটা বিগত বছরগুলোর তুলনায় যেন বড্ড বেশি। শীতের মধ্যেই মেট্রোরেলে চড়ে শেওড়াপাড়া থেকে শাহবাগে গেলাম। উদ্দেশ্য একটাই–ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চলচ্চিত্র দেখা। শুধু যে চলচ্চিত্র দেখা ব্যাপারটা তা নয়। পরিচিত বন্ধুমহলের সঙ্গে সাক্ষাৎটাও যেন আরেকটা উদ্দেশ্য; কিন্তু এবারের মেলায় পরিচিত কাউকে তেমন বেশি একটা পেলাম না। আর উৎসবকর্মীর অনেকেই আমার জন্য নতুন মুখ। যেহেতু এবার টিকিটের কোনো বালাই নেই, শিডিউল দেখে সিনেমা দেখতে ভেতরে গেলাম। ভেতরে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বসার কোনো সিট খালি নেই। হাউসফুল যাকে বলে। চেষ্টা করে সিট পাওয়া গেল। সিনেমা শেষে বের হলে পরিচিত কয়েকজনের সঙ্গে দেখা, উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল ভাইয়ের সঙ্গেও দেখা হলো।