ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল নিয়ে বৈঠকে দুই দেশের কর্মকর্তারা
গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে জুলাই থেকে বন্ধ ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল। এরইমধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পুনরায় রেল চালুর দাবি জানিয়েছেন দুই দেশের নাগরিকরা। এসবের পরিপ্রেক্ষিতে সোমবার (২০ জানুয়ারি) থেকে ভারতের দিল্লিতে তিন দিনের বৈঠকে বসছেন দুই দেশের রেলের কর্মকর্তারা। বৈঠকে আন্তঃদেশীয় ট্রেন চলাচলের বিষয়টি অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে ভারতের রেল প্রশাসন।