ব্যালন ডি’অর: ব্রাজিলের ১৭ বছরের অপেক্ষা ঘুচাবেন ভিনি?
সময়টা ২০০৭ সালের ২ ডিসেম্বর! ব্রাজিলের চতুর্থ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর পুরস্কার হাতে তুলেন রিকার্ডো কাকা। কাকার আগে ফুটবলের ‘অস্কার’ খ্যাত এই পুরস্কার জিতেন রোনালদো নাজারিও, রিভালদো ও রোনালদিনহো। কাকার ব্যালন ডি’অরের পর কেটে গেছে ১৭টি বছর। দীর্ঘ এই সময়ে আর কোনো ব্রাজিলীয়র হাতে ওঠেনি সেরাদের সেরার এই পুরস্কার। কিংবদন্তি পেলেকে টপকে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হওয়া নেইমারেরও এনে দিতে পারেননি কোনো ব্যালন ডি’অর। তবে সেলেসাওদের সেই খরা কাটানোর দারুণ সুযোগ এবার ভিনিসিয়ুস জুনিয়রের হাতে।