পরিবর্তন, ইতিহাস ও রেকর্ডের এক যুগান্তকারী বছর
রাজনীতি, অর্থনীতির মতোই ক্রীড়াঙ্গণেও ঘটনাবহুল ছিল ২০২৪ সাল। ক্রিকেট ও ফুটবলে রচিত হয়েছে নতুন ইতিহাস। খেলোয়াড়দের ব্যক্তিগত সাফল্য ও দলগত অর্জনের সাক্ষী হয়েছেন ক্রীড়াপ্রেমীরা। ২০২৪ সালের ক্রীড়াঙ্গণের এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর স্মৃতিচারণ নিয়ে সাজানো হলো সালতামামি।