‘হামজা উন্মাদনা’ মাঠেও অনূদিত হোক
ফিফা র্যাঙ্কিংকে মানদণ্ড ধরলে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপের তলানিতে অবস্থান বাংলাদেশের। লাল-সবুজদের ঘিরেই আবার কেউ কেউ তলানি থেকে উঠে আসার স্বপ্ন দেখছেন। সেটা হামজা চৌধুরীর উপস্থিতির কারণে। ফুটবলের এ প্রত্যাশার সঙ্গে কেন যেন মিলে যাচ্ছে ক্রিকেট। বৈশ্বিক মেগা আসরের আগে বরাবরই ভালো করার প্রত্যয় থাকে টাইগারদের, সমর্থকদের কেউ তো আগ বাড়িয়ে সেমিফাইনালের স্বপ্নও দেখেন! বাস্তবতার জমিনে মিনোসদের কাছে হেরে মাথানত করে মাঠ ছাড়তে হয়! বিবেককে একপাশে তুলে রেখে আবেগ দিয়ে সবকিছু বিচার করা হয় বলেই বোধকরি বারবার আশাহত হতে হচ্ছে।