ভাগ্য লেখা হবে এল ক্লাসিকোয়
কোপা দেল রে চ্যাম্পিয়ন কাতালান জায়ান্টরা লিগ শিরোপা দিয়ে ‘ডাবলস’ জয় করতে পারে। পথটা প্রশস্ত হবে আরেকটি এল ক্লাসিকো জয়ে। সেক্ষেত্রে দুই দলের ব্যবধান বেড়ে দাঁড়াবে ৭ পয়েন্টে। বাকি তিন ম্যাচে সে ব্যবধান ঘোচানো কঠিন নয়, প্রায় অসম্ভব। অন্যদিকে রিয়াল মাদ্রিদ জিতে গেলে দুই দলের ব্যবধান কমে ১ পয়েন্টে নেমে আসবে। সে ক্ষেত্রে দুদলের হাতে থাকা বাকি তিন ম্যাচ নিয়ে তৈরি হবে রাজ্যের কৌতূহল।