Views Bangladesh

Views Bangladesh Logo
author image

মাহবুব সরকার

  • সাংবাদিক
  • রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ থেকে
লেখক: সাংবাদিক
ক্রীড়া সাংবাদিক থেকে গণমাধ্যমের সর্বোচ্চ পর্যায়ে আসীন হওয়া কঠিন কেন?
ক্রীড়া সাংবাদিক থেকে গণমাধ্যমের সর্বোচ্চ পর্যায়ে আসীন হওয়া কঠিন কেন?

খেলাধুলা

মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

ক্রীড়া সাংবাদিক থেকে গণমাধ্যমের সর্বোচ্চ পর্যায়ে আসীন হওয়া কঠিন কেন?

কোনো এক আলাপচারিতায় ২০০৭ সালে শফিক রেহমানকে বলতে শুনেছি, ‘তোমাদের অনেকেরই হয়তো জানা নেই; আমি কিন্তু একসময় ক্রীড়া সাংবাদিক ছিলাম।’ যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদকের ক্রীড়া সাংবাদিকতার অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানা হয়নি। এটুকু জানা যায়, বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতা থেকে গণমাধ্যমের শীর্ষ পর্যায়ে উন্নীত হওয়ার উদাহরণ খুব বেশি নেই। দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুন একসময় তুখোড় ক্রীড়া সাংবাদিক ছিলেন। মানবজমিন সম্পাদক মতিউর রহমানের ক্রীড়া সাংবাদিকতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও বিভিন্ন সময় জানা গেছে। ক্রীড়া সাংবাদিকতার সিঁড়ি বেয়ে সম্পাদক হওয়ার এমন নজির বর্তমান সময়ে আদৌ আর কি না- সে তথ্যও জানা নেই। বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস উপলক্ষে জানার চেষ্টা করা হয়েছে- সাবএডিটর কিংবা বিভিন্ন বিষয়ভিত্তিক রিপোর্টারদের তুলনায় ক্রীড়া সাংবাদিকতা থেকে গণমাধ্যমের সর্বোচ্চ পর্যায়ে আসীন হওয়ার হার কেন কম?

প্রত্যাশা-প্রাপ্তির হিসাব মিলছে না ক্রিকেটে
প্রত্যাশা-প্রাপ্তির হিসাব মিলছে না ক্রিকেটে

খেলাধুলা

বুধবার, ১৯ জুন ২০২৪

প্রত্যাশা-প্রাপ্তির হিসাব মিলছে না ক্রিকেটে

কেশব মহারাজের ফুলটস বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে এইডেন মার্করামের হাতে ধরা খান মাহমুদউল্লাহ। ম্যাচ সেখানে ‘ক্লিনিক্যালি ডেড’! মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার ঘটনা প্রায়ই দেখা যায়। ‘ক্লিনিক্যালি ডেড’ অবস্থা থেকে বাংলাদেশ ফিরে আসতে পারত যদি কেশব মহারাজের ফুলটস বলে ছক্কা হাঁকাতে পারতেন তাসকিন আহমেদ; কিন্তু পারেননি এ পেসার, পারেনি বাংলাদেশও।

বাংলাদেশ ফুটবলে ফিফার আরেকটি ধাক্কা
বাংলাদেশ ফুটবলে ফিফার আরেকটি ধাক্কা

খেলাধুলা

শনিবার, ২৫ মে ২০২৪

বাংলাদেশ ফুটবলে ফিফার আরেকটি ধাক্কা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মসনদে বসে আবু নাঈম সোহাগ যে রামরাজত্ব কায়েম করে গেলেন; তা শীর্ষ কর্মকর্তাদের দৃষ্টির বাইরে ছিল না- এ অভিযোগ পুরোনো। এতদিন অভিযোগটা তুড়ি মেরে উড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার বিশ্ব ফুটবল সংস্থার (ফিফা) প্রকাশিত প্রতিবেদন প্রমাণ করে দিল- সে চেষ্টা ছিল বৃথা।

কেতাবে আছে গ্রামীণ খেলা, মাঠে নেই
কেতাবে আছে গ্রামীণ খেলা, মাঠে নেই

শিল্প ও সংস্কৃতি

সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

কেতাবে আছে গ্রামীণ খেলা, মাঠে নেই

‘কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই’- এ প্রবাদ শতভাগ খাটছে দেশের গ্রামীণ খেলাধুলার ক্ষেত্রে, যা পুস্তকে খুঁজে পাবেন, বাস্তবে অবশ্য অস্তিত্ব নেই।

দাবায় খেতাব বাড়ছে, মান নয়
দাবায় খেতাব বাড়ছে, মান নয়

খেলাধুলা

বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

দাবায় খেতাব বাড়ছে, মান নয়

দেশের ক্রীড়া ফেডারেশনের নির্বাচনি বৈতরণী পার হওয়ার অন্যতম পূর্বশর্ত জেলা ও বিভাগীয় সংগঠক নেতাদের মনোরঞ্জন করা। নির্বাচিত হওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) জবাবদিহিতার প্রসঙ্গ সামনে চলে আসে। অধিকাংশ ক্ষেত্রে নিজেদের যোগ্য প্রমাণ করতে ফেডারেশনগুলোর নীতিনির্ধারকরা সাফল্যের শর্টকাট খোঁজেন। শর্টকাটের ভুল পথে হাঁটতে গিয়েই ক্রীড়া উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রধান কাজটা হয়ে যাচ্ছে অপশনাল! দেশের অর্ধশতাধিক ক্রীড়া ফেডারেশনের অধিকাংশই চলছে এভাবে। ব্যতিক্রম নয় বাংলাদেশ দাবা ফেডারেশনও। রাজনৈতিক প্রভাবে ফেডারেশনের মসনদে আরোহণের বিষয়ও দেখা যাচ্ছে, যা খেলাটিকে পেছনে ঠেলে দিচ্ছে। এ প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশ দাবার খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সাফল্য ছাপিয়ে গেছে ব্যর্থতার গল্প
সাফল্য ছাপিয়ে গেছে ব্যর্থতার গল্প

খেলাধুলা

রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

সাফল্য ছাপিয়ে গেছে ব্যর্থতার গল্প

আন্তর্জাতিক মঞ্চে ৩২ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ১১ জয়। হার সংখ্যা ১৮, বাকি তিন ম্যাচ ফলশূন্য। টি-২০তে (নিউজিল্যান্ডের সঙ্গে ৩ ম্যাচ সিরিজের আগ পর্যন্ত) ৮ খেলায় ৭ জয়, হার একটি। চার টেস্টে তিন জয়, হার একটি। ২০২৩ সালের এ পরিসংখ্যান দেশের ক্রিকেটের আসল চিত্রটা বোঝাতে পারছে না। বাংলাদেশে ক্রিকেট যে নানা ব্যাধিতে জর্জরিত—তা গাণিতিক হিসেবে ধরা পড়বে না। ফুটবলে ১৪ ম্যাচে ৫ জয়, ৪ হার ও ৫ ড্রয়ের পরিসংখ্যানও প্রকৃত চিত্র বোঝাতে ব্যর্থ। নানা জটিলতা-সীমাবদ্ধতা ঢেকে দিয়ে ঘুরে দাঁড়ানোর পথে ফুটবল। ক্রিকেট-ফুটবলের বাইরে সাফল্য নেই, ২০২৩ সালের প্রায় পুরোটাই ব্যর্থতার গল্প।