তেল নিয়ে তেলেসমাতি বন্ধে ব্যর্থ প্রশাসন, ভোক্তাদের নাভিঃশ্বাস
আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, দেশে বেড়েছে আমদানি ও সরবরাহ। তারপরও ভোজ্যতেলের হাহাকার চলছে বাজারে। বিশেষ করে সয়াবিন তেলের ‘সংকট’ দেখিয়ে বিক্রি না করা বা বেশি দাম নেয়ায় ক্ষুব্ধ ভোক্তারা। সাধারণ মানুষের অভিযোগ, কয়েক মাস ধরে চলা এ অরাজকতা বন্ধে ব্যর্থ সরকার। এ সুযোগে আসন্ন রমজানে আরেকদফা মূল্য বৃদ্ধির শঙ্কা থাকলেও তা রোধে কোনো উদ্যোগ নেই প্রশাসনের।