টিকিট সংকটে ভোগান্তি বাড়ছে মেট্রোযাত্রীদের
এককযাত্রার সিঙ্গেল টিকিট সংকটে ভুগছে রাজধানীতে চলাচলের সহজতম এবং সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হয়ে ওঠা মেট্রোরেল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে সময়মতো গন্তব্যে যেতে না পারাসহ নানা ভোগান্তিতে ট্রেনযাত্রীরা। আবার হঠাৎ পাঞ্চ মেশিন বন্ধসহ অভূতপূর্ব কিছু সমস্যায় সময়ের অপচয় ও হিসাবের গরমিলে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটার অভিযোগও তুলছেন নগরবাসী।