বেড়েছে চাল-মুরগির দাম
সরবরাহ কম ও চাহিদা বাড়ার অজুহাতে বাজারে মুরগির দাম খানিকটা বেড়েছে। কমতে শুরু করেছে পেঁয়াজ ও নতুন আলুর দাম। অন্যদিকে, দেশে আমনের এই ভরা মৌসুমে চালের দাম বেড়েছে।
সরবরাহ কম ও চাহিদা বাড়ার অজুহাতে বাজারে মুরগির দাম খানিকটা বেড়েছে। কমতে শুরু করেছে পেঁয়াজ ও নতুন আলুর দাম। অন্যদিকে, দেশে আমনের এই ভরা মৌসুমে চালের দাম বেড়েছে।
আমনের ভরা মৌসুমে লাগামহীনভাবে বাড়ছে চালের দাম। পাশাপাশি শুল্ককর প্রত্যাহার করে নেয়ার সরকারি ঘোষণার পর শুল্কমুক্ত চাল আমদানিও হয়েছে। চালের এমন দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। গত দুই সপ্তাহে বস্তাপ্রতি ২০০-২৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তাতে খুচরা পর্যায়ে সরু চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা এবং মোটা ও মাঝারি চালের দাম ২ থেকে ৩ টাকা বেড়েছে। মূলত করপোরেট প্রতিষ্ঠানগুলো ধান মজুতের কারণে ধানের সংকট দেখা দিয়েছে এবং বাজারে দাম বেড়েছে বলে দাবি তাদের। তবে আমন ধান কাটার মৌসুমে চালের এই অস্বাভাবিক বৃদ্ধিকে রহস্যজনক বলেছেন সাধারণ ক্রেতা-বিক্রেতা ও ভোক্তারা।
আসন্ন রমজান মাসকে টার্গেট করেই তেলের বাজার অস্থিতিশীল করছে একাধিক সিন্ডিকেট। বাজারে সয়াবিন তেলের (বোতলজাত) সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে চক্রটি। বাজার বিশ্লেষকরা বলছেন, প্রতি বছরই একটি চক্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বাড়াতে সক্রিয় হয়ে ওঠে।
অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে নিত্যপ্রয়োজনীয় ছয়টি পণ্যের শুল্ককর ছাড় দিয়েছে সরকার। তবে শুল্কছাড়ের দেড় মাস পার হলেও আমদানি তেমন একটা বাড়েনি। ফলে দু-একটির দাম কিছুটা কমলেও বেশিরভাগ পণ্যের দাম এখনো চড়া। এদিকে, দেশে চাল ও গমের অভ্যন্তরীণ সংগ্রহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, কমেছে খাদ্যশস্য আমদানিও। ফলে সরকারি গুদামে খাদ্যের মজুদ কমে আসছে।
রাজধানীর অলিগলি ছাপিয়ে মূল সড়কে এখনো দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত ও অটোরিকশা বা ইজিবাইক। ‘বিপজ্জনক’ বলে বহুল সমালোচিত এসব যান মূল সড়কে উঠতে পারবে না- উচ্চ আদালতের সাম্প্রতিক এমন আদেশও উপেক্ষা করে চলেছেন চালকরা। মানছেন না তাদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বৈঠকে হওয়া একই সিদ্ধান্তও।
হেমন্তকাল এখনো শেষ হয়নি। তার আগেই শীতে কাঁপছে দেশের উত্তর জনপদ। অন্যান্য জেলাতেও সুড়সুড়ি দিচ্ছে শীতের আগমনী বার্তা। রাজধানীতে বসবাসকারী মানুষ এখনো শীতে কাবু না হলেও শীতকালীন সবজি কিনতে গিয়ে পড়ছেন বিপাকে। বাজারে থরে থরে সাজানো সবজি। বেড়েছে এর সরবরাহও। এর পরও বেশিরভাগ সবজির তুলনামূলক দাম কমেনি। এতে হাতের নাগালে পেয়েও চড়া দামের কারণে এসব সবজি কিনতে পারছেন না অনেকেই। ব্যবসায়ীরা জানান উৎপাদন খরচ বেশি হওয়ায় এবার দাম একটু বেশি। তবে দাম কমবে বলে জানিয়েছেন তারা।