বইমেলায় স্বর্ণপ্রভার নাট্যগ্রন্থ: রাঙাবালি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্বে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ফারজানা নাজ স্বর্ণপ্রভা। বর্তমানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম গ্রন্থ ‘রাঙাবালি’। এটি একটি মৌলিক নাট্যগ্রন্থ। প্রথম গ্রন্থ প্রকাশের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিবারই বইমেলায় আসি। এবারের বইমেলা একটু অন্যরকম। প্রথম লেখক হিসেবে আত্মপ্রকাশ করলাম। অনেক পাঠক-লেখকের সঙ্গে পরিচয় হচ্ছে। ভালো লাগছে।