পূর্ণ নাগরিকত্ব ও মৌলিক অধিকারের নিশ্চিয়তা নিয়েই ফিরতে চান রোহিঙ্গারা
সম্প্রতি মিয়ানমার সরকার জানিয়েছে, বাংলাদেশের দেয়া তালিকা থেকে তারা ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নেবে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। তবে, রোহিঙ্গা শরণার্থীরা বলছে, পূর্ণ নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত না হলে তারা মিয়ানমারে ফেরত যাবেন না। তারা আশঙ্কা করছেন, নাগরিকের মর্যাদা নিশ্চিত না হলে আগের মতো নির্যাতন ও বৈষম্যের শিকার হতে পারেন তারা। রোহিঙ্গা সম্প্রদায়ের নেতারা বলছেন, নাগরিকত্বের নিশ্চয়তা, নিরাপত্তা, এবং স্বাধীন চলাফেরার অধিকার না পেলে তারা ফেরত যেতে রাজি নন।