আট মাস ধরে মুখ থুবড়ে পড়ে আছে গান্ধীর ভাস্কর্যটি
নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন থেকে ২০০ মিটার পূর্বে গেলেই দেখা যাবে গান্ধী আশ্রম বা বঙ্গীয় রিলিফ কমিটির তোরণ। আশ্রমের অদূরেই তিন মাথার মোড়ে স্থাপন করা হয়েছিল মহাত্মা গান্ধীর একটি ভাস্কর্য। সিমেন্টের বেঞ্চে ঘেরা চত্বরের মাঝখানে লোহার গ্রিলের ভেতরে ছিল ভাস্কর্যটি। জানা যায়, ভাস্কর্যটির বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতেই সেসময় এই লোহার গ্রিলের ব্যবস্থা করা হয়। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই সেই লোহার গ্রিল টপকে দুর্বৃত্তরা ভেঙে ফেলে ভাস্কর্যটি। এখনো সেই অবস্থাতেই মুখ থুবড়ে পড়ে আছে সেটি। এরপর থেকে ভাস্কর্যটি সংস্কারের কোনো উদ্যোগ দেখা যায়নি।