Views Bangladesh Logo
author image

মাশরাফী বিন মোর্ত্তজা

  • সংসদ সদস্য

  • থেকে

ক্রিকেটার ও সংসদ সদস্য
স্মার্ট বাংলাদেশ রূপকল্পে আগামীর জনগণ
স্মার্ট বাংলাদেশ রূপকল্পে আগামীর জনগণ

স্মার্ট বাংলাদেশ রূপকল্পে আগামীর জনগণ

‘২০২১ থেকে ২০৪১’ পর্যন্ত সময়ে কীভাবে বাংলাদেশের উন্নয়ন হবে, তার একটা কাঠামো পরিকল্পনা বাংলাদেশ ইতোমধ্যেই প্রণয়ন করে ফেলেছে, যা জনগণের জন্য অন্যতম আশীর্বাদ বয়ে আনবে। অন্যদিকে ২০৪১ সালেই শেষ নয়, ২১০০ সালেও এ বঙ্গীয় বদ্বীপ যেন জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা পায়, দেশ উন্নত হয়, দেশের মানুষ যাতে ‘সুন্দর, সুস্থ ও স্মার্টলি’ বাঁচতে পারে, সেজন্য ডেল্টা প্ল্যান করে দেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ বিবেচনায় ২০২১ থেকে ৪১ পরিপ্রেক্ষিত পরিকল্পনাও প্রণয়ন শুরু হয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই বর্তমান সরকারপ্রধান শেখ হাসিনার পরবর্তী মূল লক্ষ্য।