‘হার্ট অ্যাটাক’ আতঙ্কে বগুড়া জেলা কারাগার
বগুড়া জেলা কারাগারে এক মাসে আওয়ামী লীগের চার নেতার মৃত্যুর পর এবার অসুস্থ হলেন সদ্য গ্রেপ্তার হওয়া বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। মৃত চারজনের মতোই তিনিও ‘হার্ট অ্যাটাকে’ আক্রান্ত বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।