বগুড়ায় সংস্কারের আগেই করতোয়ার মাটি বিক্রি
সম্প্রতি দ্বিতীয় দফায় বগুড়ায় করতোয়া নদী খননের কাজ শুরু করা হয়। তবে সেই কাজ শেষ না হতেই নদীর মাটি বিক্রি করে দেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু তা-ই নয়, এরই মধ্যে লোকসানেও পড়েছেন কৃষক। মাস খানেক আগে করতোয়া নদী উন্নয়ন প্রকল্পে খনন কাজ শুরু করা হয়।