পলিসিতে ভুল হলে ব্রডব্যান্ড সেবার ব্যবসায় অনেক উদ্যোক্তা হারিয়ে যাবে
ইমদাদুল হক। বর্তমানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সভাপতি। তিনি দেশের অন্যতম প্রধান ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান অপটিম্যাক্সের কর্ণধার। তিনি প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ব্যবসায় যুক্ত আছেন। আইএসপিএবির যাত্রার শুরু থেকেই এই সংগঠনের নেতৃত্বের ভূমিকায় আছেন তিনি। এর আগে দুই দফায় আইএসপিএবির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সম্প্রতি তিনি দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যবসার নানা দিক নিয়ে কথা বলেছেন ‘ভিউজ বাংলাদেশ’-এর সঙ্গে। আলাপচারিতায় উঠে এসেছে দেশের টেলিযোগাযোগ খাতের সার্বিক ব্যবসা এবং নীতিকাঠামো প্রসঙ্গও।