Views Bangladesh Logo
author image

মেহজাবিন আহমেদ

  • উন্নয়ন কর্মী

  • থেকে

মেহেজাবিন আহমেদ: উন্নয়ন কর্মী
লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

প্রায় ১৪ বছর আগে, একজন তরুণ কর্মী হিসেবে আমি বাংলাদেশের এক এনজিওতে কাজ শুরু করি। সে সময় আমার এক সহকর্মী নারী ও কিশোরীদের ওপর সহিংসতা নিয়ে একটা কেস স্টোরি তৈরি করছিল। এক দিন তা আমার নজরে পড়ল। যা আমার কাছে সবচেয়ে ভয়ংকর মনে হয়েছিল তা হলো এক অসহায় মেয়েকে তার ধর্ষকের সঙ্গে বিয়ে দেয়া হয়েছিল। এতেই আমি বুঝতে পারি লিঙ্গভিত্তিক সহিংসতা বাংলাদেশে কতটা উদ্বেগজনক, সহিংসতার পর শেষ রক্ষার চাবিকাঠিও এখানে এক দুষ্টচক্রের হাতে বন্দি। এই ঘটনা নিয়ে তার পরিবার কী ভাবছিল? মেয়েটির পরিবারকে তথাকথিত লজ্জা ও অসম্মানের হাত থেকে বাঁচাতে কি তারা এতটাই উদ্বিগ্ন ছিল যে মেয়েটিকে শেষ পর্যন্ত তার ধর্ষকের সঙ্গেই বিয়ে দিতে হলো? না কি সেই জঘন্য অপরাধীর পরিবারকে লজ্জার হাত থেকে বাঁচাতে মেয়েটির পরিবারকে বাধ্য করা হয়েছিল এই বিয়েতে? এই না বলা গল্প আমি কখনোই গভীরভাবে তলিয়ে দেখার সুযোগ পাইনি।