চবির সমাবর্তন: উচ্ছ্বাসের পাশাপাশি আক্ষেপও
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন হয়ে গেল বর্ণাঢ্য আয়োজনে। ৯ বছর পর অনুষ্ঠিত হওয়া এই বহুপ্রত্যাশিত অনুষ্ঠানে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা ভিড় জমিয়েছিলেন প্রিয় ক্যাম্পাসে। আনন্দ, আবেগ ও গর্বে ভরপুর দিনটি রাঙিয়ে তুলেছিলেন পরিবারের সদস্যরাও। তবে নিখুঁত আয়োজনের মধ্যেও কিছু অসঙ্গতি চোখ এড়ায়নি অনেকের। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একাংশ অনুষ্ঠান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন—বিশেষ করে ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না থাকা নিয়ে।