Views Bangladesh

Views Bangladesh Logo
author image

মোহন রায়হান

  • কবি
  • রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ থেকে
লেখক: কবি
নিপীড়িত মানুষের লড়াই দেখে আমার ভেতরে দ্রোহের চেতনা জাগে
নিপীড়িত মানুষের লড়াই দেখে আমার ভেতরে দ্রোহের চেতনা জাগে

সাক্ষাৎকার

রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

নিপীড়িত মানুষের লড়াই দেখে আমার ভেতরে দ্রোহের চেতনা জাগে

মোহন রায়হান কবি, সংগঠক ও মুক্তিযোদ্ধা। প্রেম-প্রকৃতি ও দ্রোহের কবি হিসেবে খ্যাত। তবে, দ্রোহের চেতনাই তার কবিতার প্রধান আগুন। তিনি জন্মেছেন ১৯৫৬ সালের ১ আগস্ট, সিরাজগঞ্জের খোকশা বাড়ির দিয়ারপাচিল গ্রামে। মাত্র ১০ বছর বয়সে ছয়-দফার মিছিলে যোগ দিয়েছিলেন, নিজের অজান্তে। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সময় সচেতনভাবেই। এমন মানুষ মুক্তিযুদ্ধে যোগ দেবেন জানা কথা। কোনো দ্বিধা ছাড়াই মুক্তিযুদ্ধের একদম প্রথম দিকে তিনি যুদ্ধে যোগ দেন। তখন তার মাত্র ১৫ বছর বয়স। ১৯৭৫ সালে এসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, বাংলা সাহিত্যে। সঙ্গী হিসেবে পান তৎকালীন সব প্রতিভাবান কবি-সাহিত্যিকদের। ছোট বয়স থেকেই কবিতা লিখতেন, এবার ঝাঁপিয়ে পড়েন সাহিত্য-আন্দোলনে। স্বাধীন-বাংলাদেশের অনেক স্মরণীয়, বৈপ্লিক ঘটনার প্রত্যক্ষ সাক্ষীই শুধু তিনি নন, অনেক ক্ষেত্রে পালন করেছেন প্রধান ভূমিকা। স্বৈরাচার বিরোধী-আন্দোলনে ছিলেন সামনের সারিতে। জীবনে বহুবার জেল খেটেছেন। এক সময় দেশ রাজনীতি ও সাহিত্যজগতের প্রতি হতাশ হয়ে নিজেকে গুটিয়ে নেন। যোগ দেন স্বাস্থ্যসেবায়। তিনি ‘সাওল হার্ট সেন্টার’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার জীবনযাত্রা, সাহিত্যচেতনা, দেশ-রাষ্ট্র-ভাবনা নিয়ে সম্প্রতি কথা হলো ভিউজ বাংলাদেশের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন কামরুল আহসান ও মাহফুজ সরদার।