প্রবাসীদের উপার্জিত রেমিট্যান্স বিনিয়োগে আসছে না কেন?
বাংলাদেশের অর্থনীতিতে জনশক্তি রপ্তানি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মূলত গত শতাব্দীর সত্তরের দশক থেকে ব্যাপক মাত্রায় জনশক্তি রপ্তানি শুরু হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু করা হয়। পরে এই খাতটি অত্যন্ত দ্রুতগতিতে বিস্তার লাভ করতে থাকে। বর্তমানে প্রায় দেড় কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান করছে। জনশক্তি রপ্তানি খাত মূল্যবান বৈদেশিক মুদ্রা আনয়ন করা ছাড়াও কর্মসংস্থানের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে; কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে জনশক্তি রপ্তানি বাড়লেও রেমিট্যান্স আসার পরিমাণ ক্রমেই কমছে। প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত অর্থের পরিমাণ কেন হ্রাস পাচ্ছে, তা নিয়ে বিস্তারিত অনুসন্ধান চালানো প্রয়োজন।