কারখানা শ্রমিকদের বেতন-বোনাস সংকট নিরসনে স্থায়ী সমাধান জরুরি
মনে করা হয় ব্যবসায়ী বা উদ্যোক্তাদের মধ্যে এলসি খোলা, শিপমেন্ট করা, অর্থপ্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে বলে আর্থিক সংকটে থাকেন তারা; কিন্তু আসলে গার্মেন্টসের ব্যবসায়ীরা প্রায় পুরোটাই ঋণ নিয়ে এসব করেন। তাদের ফান্ডও চলমান থাকে। অনেক ব্যবসায়ীর আবার একাধিক ব্যবসা থাকে গার্মেন্টসের বাইরে। হয়তো দেখা যায় পণ্য রপ্তানি বা বিপণন করে যে অর্থ উপার্জিত হচ্ছে, মালিক পক্ষ তা দ্রুত অন্য কোনো প্রকল্পে বিনিয়োগ করে ফেলছেন; কিন্তু সমস্যা দেখা দেয় শ্রমিকদের মজুরি পরিশোধের সময়। এ অবস্থায় তারা শ্রমিকদের মজুরি প্রদান বিলম্বিত করেন। অথবা সরকারের কাছ থেকে সহায়তা কামনা করেন। উদ্যোক্তারা সব সময়ই দেখাতে চান যে, শ্রমিকদের মজুরি পরিশোধের মতো অর্থ তাদের হাতে থাকে না।